ভারতের কঠিন চ্যালেঞ্জ

বুধবার প্রথম সেমিফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ডের এবং বৃহস্পতিবার ভারতীয় দল ইংল্যান্ডের মুখোমুখি হবে। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়া নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আশা করছেন, তাঁর দল কঠিন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে।

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত দল ছয় বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌছেছে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে জশ বাটলারের ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এর আগে গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে একরকম উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এবারের বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

এই টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন  ছিল টিম ইন্ডিয়া। কিন্তু ২০১৬ সালের পর এই প্রথম সেমিতে পা রেখেছে ভারতীয়রা। রবিবার মেলবোর্নে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগেই সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে রোহিত শর্মার দল। রবিবার সকালে নেদারল্যান্ডসের সাউথ আফ্রিকাকে হারানোর মাধ্যমে টিম ইন্ডিয়ার সেমিফাইনাল স্পট নিশ্চিত হয়। একই গ্রুপ থেকে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

বুধবার প্রথম সেমিফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ডের এবং বৃহস্পতিবার ভারতীয় দল ইংল্যান্ডের মুখোমুখি হবে। ফাইনালে ওঠার লড়াইয়ে  ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়া নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আশা করছেন, তাঁর দল কঠিন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে।

এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যত দ্রুত সম্ভব পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাইয়ে নেয়া। যদিও এর আগে এখানে আমরা একটা ম্যাচ খেলেছি,তবুও ইংল্যান্ড এর বিপক্ষে চ্যালেঞ্জ টা নতুন করে মুখোমুখি হতে হবে। যেহেতু ইংল্যান্ড সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা এবং ভয়ংকর দল, তাই তাদের বিপক্ষে খেলাটা আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জিং হবে।’

রোহিত আরও বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না আমরা এতদূর কিভাবে পৌছেছি। আমরা প্রত্যেকেই আমাদের দায়িত্ব সম্পর্কে অবগত আছি।আমরা জানি কাকে কোন দায়িত্ব পালন করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষেও আমরা সেভাবেই পরিকল্পনা মাফিক বাস্তবায়ন করতে চাই।’

এই অভিজ্ঞ ওপেনার কথা বলতে গিয়ে  মিডল অর্ডার ব্যাটসম্যান সুরিয়াকুমার যাদবকে প্রশংসার বন্যায় ভাসান। তিনি বলেন, ‘ও (সুরিয়াকুমার) একটা স্বপ্নের মত টুর্নামেন্ট কাটাচ্ছে। আশা করি, সামনের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রেখে দলকে জেতাবে।’

উল্লেখ্য যে সুরিয়া কুমার যাদব এর ২৫ বলে ৬১ রানের ওপর ভর করেই টিম ইন্ডিয়া ৫ উইকেটে ১৮৬ রানের বড় লক্ষ্যে পৌছায় জিম্বাবুয়ের বিপক্ষে। রোহিত আরও বলেন, ‘এটা অনেক বেশি চাপের একটা ম্যাচ হতে চলেছে। আমাদেরকে ভাল করার জন্য প্রত্যেক কেই চাপ সামলে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। তবেই আমরা ম্যাচ জিততে পারব।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...