অনেক নাটকের পর বিশ্বকাপের পথে বাংলাদেশ

নানা নাটকীয়তার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ রাত সোয়া দশটায় মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ঢাকা ছাড়েন বাংলাদেশের ক্রিকেটাররা।

উত্তর আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাসকট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণার কারণে বিশ্বকাপ যাত্রা বিলম্বিত করতে হয়েছে বাংলাদেশকে। প্রথমে শোনা গিয়েছিল আজ আদৌ যাওয়া হবে না বাংলাদেশ দলের। তবে, দেখা গেল ভিন্ন চিত্র। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পর ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়েন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

চলামান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে দলের সাথে যাওয়া হয়নি মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ছুটিতে যাওয়ায় দলের সাথে যেতে পারেননি কোচিং প্যানেলের সদস্যরা। ছুটি শেষে নিজ নিজ দেশ থেকেই ওমানে দলের সাথে যোগ দিবেন তাঁরা।

আগামীকাল ওমানে পৌছানোর পর এক দিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ। এক দিনের কোয়ারেন্টাইন শেষে পাঁচ তারিখ থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। চার দিনের অনুশীলন শেষে নয় অক্টোবর ওমান থেকে প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতে গিয়েও এক দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশকে। এক দিনের কোয়ারেন্টাইন শেষে ১১ অক্টোবর অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধা ছয়টায়।

সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ অক্টোবর আবার ওমানে যাবে বাংলাদেশ। সেখানে গিয়ে ১৬ অক্টোবর অনুশীলন করার পর ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম রাউন্ডে বাংলাদেশ আছে ‘বি’ গ্রপে। সেখানে বাংলাদেশের অপর ‍দু’টি ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে ওমান ও পাপুয়া নিউগিনি।

প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২২ অক্টেবর। সেখানে প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে মূল পর্বে। প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ান দল ও রানারআপ দল খেলবে মূল পর্বে। বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশ নেবে আটটি দেশ। বাকি আটটি দেশ হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড আফগানিস্তান এবং ভারত। ২৩ অক্টোবর থেকে শুরু হবে ‘সুপার টুয়েলভ’।

দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘এ’-তে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ান দল ও ‘বি’ গ্রুপের রানারআপ দল। আর গ্রুপ ‘বি’ তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সাথে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ান দল ও ‘এ’ গ্রুপের রানারআপ দল।

দ্বিতীয় রাউন্ডের দুই গ্রুপ থেকে চারটি দল যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আবুধাবিতে ১০ নভেম্বর ও দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে দুবাইয়ে ১১ নভেম্বর। দুটি সেমিফাইনালের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর দুবাইয়ে।

  • বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link