শেষ চারের কাছাকাছি সাকিবরা

আগের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে শেষ চারের সমীকরণ কঠিন করে তুলেছিল কলকাতা। আজ জিতে ছয় জয়ে কলকাতা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান ধরে রাখলেও পরের তিনটি দলই কলকাতার থেকে এক ম্যাচ কম খেলে পাঁচটি করে জয় পেয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্রুপ পর্বে নিজেদের ১৩ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলেই শেষ চার নিশ্চিত হতে পারে সাকিব আল হাসানদের।

আগের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে শেষ চারের সমীকরণ কঠিন করে তুলেছিল কলকাতা। আজ জিতে ছয় জয়ে কলকাতা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান ধরে রাখলেও পরের তিনটি দলই কলকাতার থেকে এক ম্যাচ কম খেলে পাঁচটি করে জয় পেয়েছে।

তাই শেষ ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি অন্য দলের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে কলকাতাকে। কিন্তু রানরেটে অন্যদের থেকে এগিয়ে থাকায় শেষ চারে কলকাতার যাওয়ার সম্ভাবনাই বেশি।

তবে আজ হারলে শেষ চারের দৌড় থেকে ছিটকে যেত কলকাতা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ১১৫ রানের সহজ লক্ষ্য পেয়েছিল কলকাতা। আজ একাদশে ফিরে চার ওভারে ২০ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন সাকিব।

তবে সহজ লক্ষ্য তাড়া নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। সাবধানী শুরু করেন দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কাতেস আইয়ার। তবে দলকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তাঁরা। জেসন হোল্ডারের প্রথম শিকার হয়ে ১৪ বলে ৮ রান করে আইয়ার ফিরে গেলে ভাঙে ৪.৪ ওভারে ২৩ রানের উদ্বোধনী জুটি।

উদ্বোধনী জুটি ভাঙার পর উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি রাহুল ত্রিপাঠি। ৬ বলে ৭ রান করে রশিদ খানের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৩৮ রানে দুই উইকেট হারানোর পর নীতিশ রানাকে নিয়ে দলের হাল ধরেন গিল।

তৃতীয় উইকেট জুটিতে দু’জন যোগ করেন ৫৫ রান। ৫১ বলে ৫৭ রান করে গিল ফিরে গেলে ভাঙে এই জুটি। এরপর রানা ৩৩ বলে মাত্র ২৫ রান করে আউট হয়ে গেলেও জয় পেতে সমস্য হয়নি কলকাতার। ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দিনেশ কার্তিক অপরাজিত ছিলেন ১২ বলে ১৮ রান করে। হায়দ্রাবাদের হয়ে দুটি উইকেট শিকার করেন জেসন হোল্ডার।

এর আগে টসে জাতে প্রথমে ব্যাট করতে নামা হায়দ্রাবাদের শুরুটাই ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই টিম সাউদির বলে লাইন মিস করে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন ঋদ্ধিমান সাহা। শূন্য রানে সাহা ফিরে যাওয়ার দুই ওভার পর শিভাম মাভির প্রথম শিকার হয়ে ফিরে যান আরেক ওপেনার জেসন রয়।

১৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর প্রিয়াম গার্গকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে এই জুটিকে বেশিদূর যেতে দেননি সাকিব আল হাসান। দারুণ এক থ্রোতে উইলিয়ামসনকে রান আউট করে দেন সাকিব। ২১ বলে ২৬ রান করে ফিরে যান হায়দ্রাবাদের অধিনায়ক।

দুর্দান্ত রান আউট করার পর ১১ তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে উইকেটের দেখা পান সাকিব। দুর্দান্ত এক ওভার করে মাত্র ২ রান দিয়ে অভিষেক শর্মার উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। সাকিবের একটু ফ্লাইট দেওয়া ডেলিভারি উইকেট ছেড়ে বেড়িয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন শর্মা।

১০ বলে ৬ রান করে শর্মা ফিরে যাওয়ার পর প্রিয়ম গার্গ ও জেসন হোল্ডারকে ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী। ৮০ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া হায়দ্রাবাদ এরপর আবদুল সামাদ ১৮ বলে ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে।

কলকাতার নাইট রাইডার্সের হয়ে দুটি করে উইকেট শিকার করেন টিম সাউদি, শিভাম মাভি ও বরুণ চক্রবর্তী। বাকি উইকেটটি পেয়েছেন সাকিব আল হাসান। উইকেট শূন্য থাকলেও চার ওভারে মাত্র ১২ রান দিয়েছেন সুনীল নারিন।

  • সংক্ষিপ্ত স্কোর

সানরাইজার্স হায়দ্রাবাদ: ১১৫/৮ (ওভার: ২০; রয়- ১০, সাহা- ০, উইলিয়ামসন- ২৬, প্রিয়াম- ২১, শর্মা- ৬, সামাদ- ২৫, হোল্ডার- ২, রশিদ- ৮, ভুবেনশ্বর- ৭*, কউল- ৭*) (সাকিব- ৪-০-২০-১, সাউদি- ৪-০-২৬-২, শিভাম- ৪-০-২৯-২, চক্রবর্তী- ৪-০-২৬-২)

কলকাতা নাইট রাইডার্স: ১১৯/৪ (ওভার: ১৯.৪; গিল- ৫৭, আইয়ার- ৭, রানা- ২৫, কার্তিক- ১৮*, মরগ্যান- ২*) (হোল্ডার- ৪-০-৩২-২, রশিদ- ৪-০-২৩-১)

ফলাফল: কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...