আনন্দের মাঝে আতঙ্ক

দিনটা হতে পারতো বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য শুধুই আনন্দের। কারণ, আজই প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো বাংলাদেশ। কিন্তু শুধু আনন্দে ভেসে যেতে পারছে না দল। কারণ, এই বাছাইপর্ব উৎরানোর ঘোষনাটা এসেছে অমিক্রন নামের একটি সম্ভাব্য অতিসংক্রমণশীল করোনা প্রজাতি ছড়িয়ে পড়ার ফলে।

তবে জিম্বাবুয়ে থেকে মেয়েদের দল জানিয়েছে, তারা ভালো আছে এবং দ্রুত ফেরার অপেক্ষায় আছে।

আফ্রিকার বতসোয়ানা থেকে মহাদেশটির বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার এই নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। এটাকে বিশ্বস্বাস্থ্য সংস্থাও খুব উদ্বেগের সাথে দেখছে। ফলে আফ্রিকার দেশগুলোর সাথে বিশ্বের বিভিন্ন দেশ আপাতত যোগাযোগ স্থগিত করেছে। এরই প্রতিক্রিয়া হিসেবে আফ্রিকা মহাদেশের জিম্বাবুয়েতে চলতে থাকা মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব একেবারেই বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ইতিমধ্যে আফ্রিকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ফলে মেয়েদের ফিরে আসা নিয়ে একটু উদ্বেগ তৈরি হয়েছে বৈকী! তবে বিসিবির প্রধাণ নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, তারা মেয়েদের ফেরার ব্যাপারে আইসিসির দিকে চেয়ে আছেন, ‘এটা আইসিসি ইভেন্ট। ফলে ওরাই সকল নিরাপত্তা নিশ্চিত করছে। দেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও আইসিসিই করবে। দুশ্চিন্তার কিছু নেই। আমরা এই ব্যাপারে সার্বক্ষণিক ভাবে আইসিসির সাথে যোগাযোগ রাখছি।’

জিম্বাবুয়েতে দলের সাথে থাকা বিসিবির উইমেন্স টিমের অপারেশন্স ইন চার্জ তৌহিদ মাহমুদ বলেছেন, তাদের সাথে আইসিসি যোগাযোগ রাখছে। যত দ্রুত সম্ভব তাদের দেশে পাঠানো হবে বলেই জানানো হয়েছে, ‘আইসিসি সব দেখছে। তারা বলেছে, কোনো দুশ্চিন্তা নেই। সব দলকে দ্রুত দেশে ফেরত পাঠানো হবে। আমাদের বলা হয়েছে, যত দ্রুত সম্ভব ব্যবস্থা করা হবে। আইসিসি খুব তৎপর। ফলে চিন্তার কিছু নেই।’

তৌহিদ জানালেন, মেয়েদের মধ্যে কোনো আতঙ্কও নেই এই করোনার নতুন প্রজাতি নিয়ে। সবাই উৎফুল্লই আছেন, ‘ওরা একটুও আতঙ্কিত না। এখানে আতঙ্কিত হয়ে তো কোনো লাভ নেই। সবাই ফুরফুরে আছে। প্রথমবার বিশ্বকাপ খেলবো আমরা, সেটা নিয়েই ভাবছে মেয়েরা।’

সেই সাথে দলের সবাই নিরাপদ ও সুস্থ আছেন বলেও নিশ্চিত করেছেন তৌহিদ। তিনি বলেছেন, ‘সবাই সুস্থ আছে। কারো কোনো সমস্যা নেই। গতকালও ওদের এক দফা করোনা পরীক্ষা করানো হয়েছে। সবার ফল নেগেটিভ এসেছে। ফলে কেউ কোনোরকম সমস্যায় নেই। আমরা ভালো আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link