অপেক্ষার পালা শেষ হতে চললো।
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। শুরুতে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে দেখে বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজের সাথে একটি টেস্টও।
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে কোয়ারেন্টাইনও শিথিল করেছে বিসিবি। মাত্র সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্যারিবিয়ানদের। এই এক সপ্তাহে ৩ বার করোনা টেস্ট করা হবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। এক সপ্তাহে তিন বার করোনা নেগেটিভ হলে তবেই মিলবে অনুশীলনের সুযোগ।
সম্পূর্ণ সিরিজটাই আয়োজন করা হবে জৈব সুরক্ষা বলয়ের ভিতর। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করা হয়েছিলো জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করেই। ঘরোয়া দুটি টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন।
আজ গনমাধ্যমের সাথে আলাপকালে সুজন বলেন, ‘আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা খুব সফলভাবে দুইটা টুর্নামেন্ট আয়োজন করেছি। প্রথমে ছিল তিন দলের প্রতিযোগিতা পরে আমরা ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ করেছি। সেখান থেকে আমাদের যেটা হয়েছে একটা এক্সপার্টিজ গ্রুপ তৈরি হয়েছে। আমরা মোটামুটি জানি যে কোন এরিয়াতে আমাদের স্ট্রিকড হতে হবে কোন কেন এরিয়াগুলোতে আমাদের বেশি সুপারভাইজ করতে হবে। তো সেইগুলো বিবেচনা করেই আমরা একটা মিটিং করেছি।’
প্রেসিডেন্টস কাপে দল ছিলো তিনটা এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিয়েছিলো পাঁচ দল। কিন্তু এখানে থাকবে মাত্র ২ টি দল। তাই আন্তর্জাতিক সিরিজ হলেও সহজই মনে হচ্ছে সুজনের কাছে। তিনি বলেন, ‘আমরা সবাই বেশ কনফিডেন্ট যেহেতু আগের গুলো ছিল তিন টিম এবং পাঁচ টিমের কমপিটিশন। তবে সত্যি হল যদিও এটিও ইন্টারন্যাশনাল সিরিজ। দুইটা টিমের অংশগ্রহনে সিরিজটা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য এটা অনেক ইজি হবে। তো আমরা চেষ্টা করব আমাদের প্রোটোকলগুলো ঠিকভাবে পালন করার।’
কিন্তু ঘরোয়া দুটি টুর্নামেন্টের জৈব সুরক্ষা বলয় তৈরি করতে অনেক ভুলও করেছিলো বিসিবি। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেরা অভিজ্ঞ হয়েছেন বলে দাবি সুজনের। তিনি বলেন, ‘আমরা সবসময় ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না, তাই নয় । সেটা শুধু আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য না সারা দুনিয়াই যেহেতু এক্সপেরিয়েন্স করছে প্রথম বারের মত সেহেতু অর্গানাইজেশন বলেন বা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট বলেন সব কিছুতেই কিছু বিষয় থাকে পরবর্তীতে সেগুলো ওভারকাম করা যায়। আমরা প্রথম যখন থ্রি টিম কম্পিটিশন করি প্রেসিডেন্টস কাপ তখন আমাদের কিছু লিমিটেশন ছিল। আমাদের কিছু কার্যক্রমে ইমপ্রুভ করার বিষয় ছিল। সেভাবে কিন্তু পরবর্তী টুর্নামেন্টে আমরা করেছি।’
জৈব সুরক্ষা বলয়ে ঘরোয়া দুটি টুর্নামেন্ট আয়োজনের ফলে নিজেরা আরো সচেতন হয়েছে বলে মনে করেন সুজন। এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সিরিজও সফল ভাবে আয়োজন করতে আশাবাদী তিনি।
সুজন বলেন, ‘আমাদের বেশ ভালো একটা টিম ডেভলপ হয়ে গেছে আমরা এই বিষয়গুরো নিয়ে বেশ সচেতন এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করতে প্রস্তুত আছি। সো আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই সিরিজটা আমরা হোস্ট করতে যাচ্ছি। যার মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিকেট আমাদের দেশে ফিরে আসবে। আপনাদের সকলের সহযোগিতায় একটি সাকসেসফুল টুর্নামেন্ট হয়ত আমরা করতে পারব।’
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা কবে করা হবে এমন প্রশ্নের জবাবে সুজন বলেছেন, ‘আমাদের ৮ থেকে ১০ তারিখের মধ্যে অনুশীলন শুরুর একটা প্লান রয়েছে। প্রথম সপ্তাহেই হয়ত টিম ম্যানেজমেন্টের কোচরা চলে আসবেন। তাদের সাথে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। খুব শ্রীঘ্রই আপনারা একজ্যাক্ট ডেটটা জেনে যাবেন।’
করোনা ইস্যুতে ওয়েস্ট ইন্ডিস সিরিজে দলের সাথে থাকবেন না স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। দলে ব্যাটিং কোচও নেই অনেক দিন হলো। তবে সিরিজ শুরুর আগেই ব্যাটিং কোচ আনতে আশাবাদী বিসিবির প্রধাণ নির্বাহী।
তিনি বলেন, ‘হ্যা, আপনারা ব্যাটিং কোচের ব্যাপারে খুব শীঘ্রই জানতে পারবেন। অলমোস্ট ফাইনাল হয়েছে। আসলে হয় কি আমাদের এই কোচিং স্টাফ অ্যাপয়েনমেন্টের শেষের দিকে কিছু মাইনর টার্মস কন্ডিশনের এডজাসমেন্টের প্রয়োজন হয়, সেই সময়টাই আমরা নিচ্ছি। অলমোস্ট ফাইনাল হয়ে আছে। আমরা আশা করি খুব শীঘ্রই নামটি পেয়ে যাবেন।’
জানিয়ে রাখা ভাল, আগামী মাসে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হোম অব ক্রিকেট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রামে। সিরিজের সব গুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়।
ওয়ানডে সিরিজ শেষে তিন ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট ও ১১ ফেব্রুয়ারি মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে। সফর সংক্ষিপ্ত করার জন্য বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।