‘সবাই অধীর আগ্রহে বসে আছি, সাকিব ফিরবে কবে’

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়া মাত্রই তাঁর জন্য জাতীয় দলের দরজা খেলা, জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই সাকিবকে শ্রীলঙ্কা সফরে পাঠানোর চিন্তা করছে সংস্থাটি।

মাত্র আড়াই মাসের মত সময় বাকি। অপেক্ষা কেবল আগামী ২৯ অক্টোবরের। মুক্ত হয়ে যাবেন সাকিব আল হাসান, কেটে যাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সেদিনের অপেক্ষাতেই আছে। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়া মাত্রই তাঁর জন্য জাতীয় দলের দরজা খেলা, জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই সাকিবকে শ্রীলঙ্কা সফরে পাঠানোর চিন্তা করছে সংস্থাটি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে শহীদ হওয়া সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিসিবি আয়োজিত দোয়া-মাহফিলে এসেছিলেন বিসিবি সভাপতি। সেখানে বসেই সংবাদ মাধ্যমে কথা বলেন সাকিব প্রসঙ্গে।

তিনি বলেন, ‘যখনই তার নিষেধাজ্ঞা উঠে যাবে তারপরই সে আমাদের সাথে খেলতে পারবে। তখন থেকেই সে অ্যাভেইলেভল। আমরা সবাই অধীরে আগ্রহে বসে আছি সে কবে ফিরবে। কিন্তু এটার সঙ্গে তার ফিটনেস এবং তার প্রস্তুতির ব্যাপার আছে। আশা করছি সে ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় জয়েন করতে পারবে এবং খেলতে পারবে।’

শ্রীলঙ্কা সফরে স্বাস্থ্যসুরক্ষা বিধি মানায় কোনো কার্পণ্য রাখছে না বিসিবি। যাওয়ার আগে তিনবার করোনা টেস্ট করা হবে জাতীয় দলের ক্রিকেটারদের। বোর্ড সভাপতি বলেন, ‘ওরা তো ব্যক্তিগতভাবে টেস্ট করে আসবে বাড়িতে থাকতেই। আমাদের বলে দেওয়া, ল্যাব থেকে টেস্ট করতে হবে। যারা নেগেটিভ তাদেরকে আমরা ক্যাম্পে ডাকবো। ক্যাম্পে আসার সাথে সাথে আমরা আরেকবার টেস্ট করাবো। তার দিন তিন পর আবার করবো। মোট তিনটা টেস্ট হবে।’

করোনা ভাইরাসের প্রকোপের মাঝেও যখন জাতীয় দল বিদেশ সফরে যাওয়ার অপেক্ষায় আছে, তখন ঘরোয়া ক্রিকেট নিয়ে কোনো সূরাহা হয়নি। নাজমুল হাসান বলেন, ‘‘দুইটি কন্ডিশন হলে লিগ শুরু হতে পারে। আমি এখন পযন্ত যা জানি। নম্বর ওয়ান, করোনা পরিস্থিতি যদি উন্নতি করে। দ্বিতীয়ত, ভ্যাসকিন আসে। এই্ দুইটা ছাড়া লিগ চালু করার যৌক্তিকতা দেখি না। হয়তো করোনা পরিস্থিতি উন্নতি করতে হবে নয়তো ভ্যাকসিন আসতে হবে। এজন্য আমরা অপেক্ষা করছি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...