বিসিসিআইয়ের কঠিন শর্ত, হার্দিকের বিশ্বকাপে অংশগ্রহণে বিরাট হুমকি!

সময়টা কোনো ভাবেই ভাল যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। মুম্বাই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন সুখের বদলে তাঁকে দিয়েছে শুধুই হতাশা।

সময়টা কোনো ভাবেই ভাল যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। মুম্বাই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন সুখের বদলে তাঁকে দিয়েছে শুধুই হতাশা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ এর (আইপিএল) বাকি ম্যাচগুলোতে ভাল খেলতে না পারলে জাতীয় দলে ফেরার পথ আরো কঠিন হবে তাঁর জন্য।

ব্যাটার পান্ডিয়ার ব্যাট এখনো জ্বলে ওঠেনি। ২৬.২০ গড়ে ৬ ম্যাচে করেন মাত্র ১৩১ রান। আবার বল হাতেও অসহায় চেহারা পান্ডিয়ার। শেষ ৪ ম্যাচে তাঁর বলে একের পর এক চার- ছক্কা হাঁকিয়েছেন প্রতিপক্ষের ব্যাটাররা।

তাই তো, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ( বিসিসিআই) তাঁকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, দলে থাকতে হলে ভাল পারফরম্যান্স করতে হবে।

সম্প্রতি মুম্বাইয়ে বিসিসিআইয়ের হেডকোয়ার্টারে বৈঠকে বসে হেড কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা। সেখানে পান্ডিয়ার বিষয়ে কথা হয়। যেখানে বলা হয় তাঁকে দলে জায়গা পেতে হলে নিয়মিত ভাল বোলিং করে যেতে হবে।

হার্দিক এই মৌসুমে বিভিন্ন জায়গায় বল করেছেন। তবে বারবারই আশাহত করেছেন দর্শক-সতীর্থদের। পাওয়ার প্লে বোলার হিসেবে তিনি ৪ ওভারে খরচ করেছেন ৪৪ রান। মাঝের ওভারগুলোতে ৬ ওভারে দিয়েছেন ৬২ রান আর শেষের ১ ওভারে দিয়েছেন ২৬ রান। যা সত্যিই হতাশাজনক।

তাঁর পরিবর্তে শিবম দুবের নাম বারবার উঠে আসছে। তবে এবারের আইপিএলের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি শুধু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলছেন। বল হাতে তাঁকে দেখা যায়নি।

এই বাঁ হাতি ব্যাটার সবার নজর কেড়েছে তাঁর শক্তিশালী ব্যাটিং দক্ষতা দিয়ে। বিশেষ করে স্পিনারদের বিপক্ষে। যদি বিশ্বকাপের জন্য ভারতের জাতীয় দলে নেয়া হয়, তবে তাঁকে পার্ট-টাইম বোলার হিসেবে দেখা জেতে পারে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...