বিশ্বকাপ খেলতে নারাইন ফিরছেন জাতীয় দলে!

২০২৩ সালের নভেম্বরে সুনীল নারাইন দিয়েছিলেন অবসরের ঘোষণা। তবে, সাম্প্রতিক পারফরম্যান্স আর কিছু হিসাব-নিকাশ জাতীয় দলে তাঁর ফিরে আসাকেই ইঙ্গিত করছে। তবে কি মেরুন জার্সিতে আবার দেখা যাবে এই ক্যারিবিয়ানকে?

২০২৩ সালের নভেম্বরে সুনীল নারাইন দিয়েছিলেন অবসরের ঘোষণা। তবে, সাম্প্রতিক পারফরম্যান্স আর কিছু হিসাব-নিকাশ জাতীয় দলে তাঁর ফিরে আসাকেই ইঙ্গিত করছে। তবে কি মেরুন জার্সিতে আবার দেখা যাবে এই ক্যারিবিয়ানকে?

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে করেন দুর্দান্ত শতক। ৫৬ বলে ১৯৪.৬৪ স্ট্রাইক রেটে ১৩ চার ৬ ছয়ে করেন ১০৯ রান কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। আর এই শতকের পরেই নারাইনের অবসর ভাঙার বিষয়ে কথা হচ্ছে। এই বিষয়ে নারিন বলেন, ‘যা হওয়ার কথা সেটাই হয়েছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়।’

ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিয়ান টি-টোয়েন্টি অধিনায়ক রোভম্যান পাওয়েল জানান, নারাইনকে জাতীয় দলে ফেরাতে তিনি তাঁর সব চেষ্টাই করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘গত ১২ মাস ধরে আমি নারাইনকে ফিরে আসার জন্য বলেই যাচ্ছি। তবে সে সবাইকেই নাকচ করে দিচ্ছে। আমি ইতোমধ্যেই কাইরেন পোলার্ড, ডোয়াইন ব্রাভো আর নিকোলাস পুরানকে বলেছি। আশা করি দল নির্বাচনের আগে তাঁরা তাঁকে রাজি করাতে পারবে।’

পাওয়েল নিজেই রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সেই ম্যাচে ২০০ স্ট্রাইক রেটে তিনি করেন ১৩ বলে ২৬ রান। রাজস্থান পাওয়েলকে পেতে খরচ করেছে ৭.৪ কোটি ভারতীয় রুপি। তবে নিজেকে মেলে ধরার সুযোগই পাচ্ছেন না এই ক্যারিবিয়ান।

দলের অবস্থা সম্পর্কে তিনি বলে, ‘দলের সার্বিক অবস্থা খুবই ভাল। এমনকি আমি যখন দলে থাকি না, তখনও একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তাঁদের সাথে আমার যোগাযোগ বেশ ভাল। যা সত্যিই প্রশংসনীয়।’

শেষের ওভারগুলোকে পাওয়েল রোলার কোস্টার রাইডের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, ‘ঐ মুহূর্তে সমস্ত আবেগ এক হয়েছিল। নারাইনের বলে রান তোলার কোনো পরিকল্পনাই ছিল না আমার। আমি জানি সে দলের সেরা বোলার। তবে আপনার যখন ৩০ বলে ৮০ রান প্রয়োজন হবে, তখন আপনাকে ব্যাট চালাতেই হবে। আমি সেটাই করেছি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...