কোপা আমেরিকার সেরা একাদশ

আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মধ্য দিয়ে ইতি ঘটেছে এবারের কোপা আমেরিকার। লিওনেল মেসি বহু প্রতীক্ষার পর দেখা পেয়েছেন জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম শিরোপার দেখা। অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি এবারের কোপাতে দেখা মিলেছে অনেক নতুন মুখের।

কোপা আমেরিকা শেষ হয়ে গেলেও এখনও এর রেশ আছে। আর এই রেশ থাকতে থাকতেই টুর্নামেন্টের সেরা একাদশ নির্বাচন করেছে খেলা ৭১। চলুন দেখা যাক – কে কে জায়গা পেলেন সেই একাদশে!

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)

দেশের হয়ে নিজের প্রথম টুর্নামেন্টেই দলকে শিরোপা জিতিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে সেভ করে জেতানোর পাশাপাশি ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও করেছেন গুরুত্বপূর্ণ সব সেভ। টুর্নামেন্টের সেরা গোলকিপারও নির্বাচিত হয়েছেন তিনি।

  • সেন্টার ব্যাক: থিয়াগো সিলভা (ব্রাজিল)

ফাইনালে ব্রাজিলের অধিনায়ক ছিলেন থিয়াগো সিলভা। চেলসির হয়ে সদ্য চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই ডিফেন্ডার ফর্মটা ধরে রেখেছিলেন এবারের কোপাতেও। পুরো টুর্নামেন্ট জুড়েই ট্যাকলিং, ইন্টাসেপশন, রিসিভিং সবমিলিয়ে ব্রাজিলের রক্ষণভাগকে ভরসা দিয়েছেন এই সেন্টারব্যাক।

  • সেন্টার ব্যাক: মার্কুইনহোস (ব্রাজিল)

পিএসজি এবং ব্রাজিলের এই সেন্টারব্যাক পুরো টুর্নামেন্টে ব্রাজিলের রক্ষণভাগ সামলেছেন একাই। গোল ঠেকানোর পাশাপাশি সেটপিসে গোল করতে দক্ষ এই ফুটবলার। ফাইনালে ভালো খেললেও লোদির এক ভুলে শিরোপা হারাতে হয় তাদের।

  • সেন্টার ব্যাক: নিকোলাস ওটামেন্ডি (আর্জেন্টিনা)

আর্জেন্টিনার এই বর্ষীয়ান সেন্টার ব্যাক এবারের টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন। আর্জেন্টিনার চিরায়ত ডিফেন্সের সমস্যা কাটিয়ে উঠতে তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ফাইনালে নেইমার-এভারটনদের বিপক্ষে ছিলেন রক্ষণভাগের প্রাণভোমরা হয়ে।

  • রাইট মিডফিল্ডার: হুয়ান কুয়াদ্রাদো (কলম্বিয়া)

কলম্বিয়া এবারের কোপাতে ভালো করতে না পারলেও তাদের রাইটব্যাক কুয়াদ্রাদো ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি গোল করতেও জুড়ি নেই এই ফুটবলারের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পেরুর বিপক্ষে ফ্রি-কিক থেকে করেছেন দর্শনীয় এক গোল।

  • মিডফিল্ডার: ক্যাসেমিরো (ব্রাজিল)

ক্যাসেমিরো খেলছেন এমন কোনো ম্যাচে এখনো হারেনি ব্রাজিল। এবারের ফাইনালের আগে পরিসংখ্যান ছিল এমনই, কিন্তু ফাইনালে বদলে গেছে সব। ক্যাসেমিরো চেষ্টা করেছেন প্রাণপণ, কিন্তু শেষরক্ষা হয়নি। তবে টুর্নামেন্টের পুরোটা সময় ধরে তিনি ছিলেন অনবদ্য। ব্রাজিলের রক্ষণভাগের সামনে ছায়া হয়ে ছিলেন এই মিডফিল্ডার।

  • মিডফিল্ডার: রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা)

যেখানে বল সেখানেই ডি পল! এবারের কোপা আমেরিকাতে আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন রদ্রিগো ডি পল। ডিফেন্সে সাহায্য করার পাশাপাশি আক্রমণেও সমান কার্যকরী এই মিডফিল্ডার। ফাইনালে মাঝমাঠ থেকে ডি মারিয়াকে বাড়ানো বলটা এসেছিল তার পা থেকেই। কোপার পারফরমেন্স দেখে আর দেরি করেনি স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ, ৩৫ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে এই মিডফিল্ডারকে।

  • লেফট মিডফিল্ডার: লুইস ডিয়াজ (কলম্বিয়া)

এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা তারকা ছিলেন এই কলম্বিয়ান উইঙ্গার। বাম প্রান্তে রীতিমতো গতির খড় তুলেছিলেন তিনি। পাশাপাশি দারুণ ফিনিশিংয়ে গোল করেছেন চারটি। লিওনেল মেসির সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনিই।

  • রাইট উইঙ্গার: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জেতার পাশাপাশি সর্বোচ্চ অ্যাসিস্ট দাতাও তিনি। চার গোলের পাশাপাশি করেছেন চারটি অ্যাসিস্ট। এই পারফরমেন্সের সুবাদে এবারের ব্যালন ডি অর জেতার আগাম দাবি জানিয়ে রাখলেন তিনি।

  • লেফট উইঙ্গার: নেইমার (ব্রাজিল)

ইনজুরির কারণে গতবারের কোপা আমেরিকাজয়ী ব্রাজিল দলের অংশ ছিলেন না নেইমার। ঘরের মাঠে তাই এবারের কোপা জিততে শুরু থেকেই মরিয়া ছিলেন এই তারকা। বাঁ প্রান্ত গতি, ড্রিবলিং আর দারুণ ফিনিশংয়ে ত্রাহি অবস্থা করেছেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের। নিজে দুই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিন গোল। ফাইনালেও খেলেছিলেন দুর্দান্ত, চেষ্টা করে গেছেন পুরোটা সময়জুড়ে। কিন্তু সতীর্থদের ব্যর্থতা আর আলবিসেলেস্তে ডিফেন্ডারদের নৈপুণ্যে ম্লান হয়ে গেছে তার সব প্রচেষ্টা।

  • স্ট্রাইকার: জিয়ানলুকা লাপাদুলা (পেরু)

এবারের কোপা আমেরিকাতে ছোট দলের বড় তারকা ছিলেন জিয়ানলুকা লাপাদুলা। পেরুর কিংবদন্তী রাফায়েল গুয়েরেরোর উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। তিন গোল করে হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তার উপর ভর করেই পেরু উঠেছিল শেষ চারে। এই একাদশে মেসি-নেইমারদের সাথে তাই স্ট্রাইকার হিসেবে থাকবেন এই পেরুভিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link