টি-টোয়েন্টি ক্রিকেটে জমজমাট মুহূর্তগুলো কোন সময়ে সবচেয়ে বেশি ঘটে?
উত্তরটা সোজা। স্লগ ওভার। এক মুহূর্তের মাঝে এই ১৭ থেকে ২০- এর স্লগ ওভার গুলোতেই যে কোনো দল ম্যাচে ব্যবধান তৈরি করে ফেলতে পারে। ডেথ ওভার স্পেশালিস্ট বোলাররা দুর্দান্ত বল করে প্রতিপক্ষ দলের রান আটকানোর চেষ্টায় থাকে।
আর ব্যাটাররা তাদের টেকনিক বা পেশি শক্তি দিয়ে বল সীমানা পার করে গ্যালারিতে আছড়ে ফেলার চেষ্টা করে। মূলত দলের রানের গতি ত্বরান্বিত করাই স্লগ ওভার ব্যাটারদের মূখ্য উদ্দেশ্য। তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্লগ ওভারে সবচেয়ে বেশি রান করা শীর্ষ ছয় ব্যাটারদের নিয়েই আজকের আয়োজন।
- বিরাট কোহলি (৬৬৫ রান)
বিরাট কোহলি টপ অর্ডার ব্যাটার। তবে ভারতের হয়ে ১৭ থেকে ২০ ওভারের মাঝে ৩৮ ইনিংসে তিনি ৬৬৫ রান করেছেন। যা স্লগ ওভারের রান করা ব্যাটারদের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। আর এই ৬৬৫ রান করতে কোহলি বল খেলেছেন ৩৪১ টি। স্ট্রাইক রেটের হিসেবে সেটি ১৯৫.০১।
- মোহাম্মদ নবি (৬৭৭ রান)
ফিনিশার হিসেবে মোহাম্মদ নবির পরিচিতি বেশ। আফগানদের হয়ে ইনিংসের শেষ ওভারগুলোতে বরাবরই সেই সক্ষমতা দেখিয়েছেন তিনি। স্লগ ওভারগুলোতে তিনি আফগানিস্তানের হয়ে ৪৯ ইনিংসে ৬৭৭ রান করেছেন। আর বল খেলেছেন ৩৫২ টি। অর্থাৎ এ সময়ে তিনি ১৯২.৩২ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। যেহেতু এখনও ফিনিশার হিসেবে আফগানিস্তানের হয়ে খেলে যাচ্ছেন। তাই স্লগ ওভারে এই রানসংখ্যাকে তিনি কোথায় নিয়ে গিয়ে থামবেন সেটিই এখন দেখার বিষয়।
- নাজিবুল্লাহ জাদরান (৭১৫ রান)
স্লগ ওভারে ৭০০ রান করা চার ব্যাটারের মধ্যে তিনি একজন। আফগানিস্তানের হয়ে তিনি ১৭ থেকে ২০ ওভারের মধ্যে ৪৪ ইনিংসে রান করেছেন ৭১৫। এ সময়ে তাঁর স্টাইক রেট ছিল ২০০.৮৪। অর্থাৎ ৭১৫ রান করার মাঝে তিনি বল খেলেছেন ৩৫৬ টি।
- শোয়েব মালিক (৭৪৫ রান)
নাজিবুল্লাহর চেয়ে ৩০ রান বেশি করে এ তালিকার তৃতীয় স্থানে আছেন শোয়েব মালিক। তিনি স্লগ ওভারে খেলা ৫৯ ইনিংসে ৪৩২ বলে করেছেন ৭৪৫ রান। এ সময়ে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৭২.৪৫। যদিও পাকিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেটারের ক্যারিয়ারটা প্রায় শেষের দিকেই। তবুও আবার সুযোগ পেলে তিনি নিশ্চয়ই এই পরিসংখ্যানের গ্রাফটা আরেকটু উপরে দিকে নিয়ে যেতে চাইবেন।
- মহেন্দ্র সিং ধোনি (৮৫৬ রান)
ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই শেষ দিকে ব্যাট করেছেন। মিস্টার ফিনিশার হিসেবে তাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজের নামের সুবিচার করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বছর দুয়েক আগে অবসর নিলেও স্লগ ওভারে সবচেয়ে বেশি রান তোলার দিক দিয়ে এই মুহূর্তে আছেন দুই নম্বরে। ১৭ থেকে ২০ ওভারের মাঝে তিনি সর্বমোট ৬২ ইনিংসে ব্যাট করেছেন। ৫৩৩ বলে সে ওভার গুলোতে তিনি রান করেছেন ৮৫৬। এ সময়ে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬০.৬০।
- ডেভিড মিলার (৮৫৭ রান)
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন। যদিও সেঞ্চুরি ম্লান হয়ে গিয়েছিল দলের পরাজয়ে। তবে এ দিন একটি রেকর্ড তিনি একদম নিজের করে নেন। ধোনিকে টপকে স্লগ ওভারে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠে যান ডেভিড মিলার। স্লগ ওভারে তিনি ৫৬ ইনিংসে ১৭৯.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ৮৫৭ রান। এ রান করতে তিনি বল মোকাবেলা করেছেন ৪৭৭ টি।
এটা ছিল ইনিংসের শেষ ৪ ওভার বিবেচনায় সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকা। এই মানদন্ড যদি শেষ ৪ ওভার থেকে ৫ ওভার করা হয় তবুও শীর্ষ এ তিন ব্যাটারের রদবদল হয় না। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৬ থেকে ২০ ওভারের বিবেচনায় সর্বোচ্চ ১০৮৩ রান করেছেন ডেভিড মিলার। এরপর ১০১৪ রান করে ধোনি দ্বিতীয় এবং ৯৫৪ রান করে তৃতীয় অবস্থানে আছেন শোয়েব মালিক। পরের দুটি অবস্থান বিরাট কোহলি আর নাজিবুল্লাহ জদরানের। বিরাট কোহলি করেছেন ৯০১ আর নাজিবুল্লাহ জদরান করেছেন ৮৬৭ রান।