মার কাট কাট ব্যাটিং আর চার-ছক্কার ফুলঝুরি মানেই টি-টোয়েন্টি ক্রিকেট। যেখানে ২২ গজে আধিপত্য থাকে ব্যাটসম্যানদের।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হন ব্যাটসম্যানরা। আর সেটা যদি হয় বিশ্বকাপ মঞ্চ; সব ক্রিকেটারই চান নিজের সেরাটা দিয়ে এই মঞ্চে নিজের নামের পাশে বিশেষ কিছু যোগ করতে। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট প্রমাণ করে তাঁর পাওয়ার হিটিং অ্যাবিলিটি। অনেকেই ২২ গজে ব্যাট হাতে তাণ্ডব তুলে স্ট্রাইক রেট নিয়ে গেছেন অনেক উপরে।
আজকের আলোচনা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা স্ট্রাইকরেটধারী নিয়ে। যারা বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছেন ২২ গজে।
- বিরাট কোহলি (ভারত)
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আইসিসি ইভেন্টেও বেশ সফল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ১০৬.৩৩ গড়ে করেছিলেন ৩১৯ রান।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে ১৪৬ স্ট্রাইক রেটে ২৭৩ করেন; যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১২-২০১৬ পর্যন্ত ভারতের হয়ে মোট তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বিরাট। এই তিন বিশ্বকাপে ১৬ ম্যাচে প্রায় ৮৬ গড়ে ৭৭৭ রান করেছেন তিনি। গড়ের দিক দিয়ে যা কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ রান! টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের স্ট্রাইক রেট ১৩৩.০৪।
- ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)
সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসও টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ সফল একজন। ২০১৪ এবং ২০১৬ দক্ষিণ আফ্রিকার হয়ে মোট দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন ফাফ। এই দুই বিশ্বকাপে ৯ ম্যাচে ৩০.১১ গড়ে ২৭১ রান করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ স্ট্রাইকধারীদের মধ্যে আছেন তিনিও। ১৩৬.১৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ফাফ। ২০১৪ সালে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলা ৪১ বলে ৫৮ রানই বিশ্বকাপে তার সেরা ইনিংস। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ১৭২ রান সংগ্রহ করলে ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
- জস বাটলার (ইংল্যান্ড)
ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ বড় নাম। টি-টোয়েন্টি ক্রিকেটে বাটলার সেরাদের একজন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার স্ট্রাইক রেট বেশ উপরে। ১৩৯.২৬ স্ট্রাইক রেটে প্রায় ২৮ গড়ে ৩০৫ রান করেছেন তিনি। তবে, সবমিলিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে প্রায় ৭২ গড়ে ১৪০ স্ট্রাইক রেটে ১৮৭১ রানের মালিক তিনি।
- শফিকুল্লাহ শাফাক (আফগানিস্তান)
উইকেটরক্ষক ব্যাটসম্যান শফিকুল্লাহ শাফাক আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ছিলেন সেরাদের একজন। ওয়ানডে স্ট্যাটাস তখনো পায়নি আফগানরা, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হতো বাছাইপর্ব। ওই সময়ে দলের অপরিহার্য একজন ছিলেন শাফাক।
আফগানিস্তানের হয়ে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি। টি-টোয়েন্টি ওয়ার্ল্ডাপে আফগানিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১১ ম্যাচে ২৩ গড়ে করেছেন ১৮১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর স্ট্রাইক রেট ১৪০.৩১!
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
এই তালিকার দ্বিতীয়তে আছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় তাঁকে। ঝড়ো ব্যাটিংয়ে বেশ কিছু রেকর্ডও নিজের নামে করেছেন গেইল।
টি-টোয়েন্টিতে ২২ গজে তিনি যেনো বোলারদের জন্যই আতংক। মাহেলা জয়বর্ধনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হলেন ক্রিস গেইল। ২৮ ম্যাচে ৪০ গড়ে ৯২০ রান করেন গেইল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৬.৭৩।
- গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
এই তালিকার শীর্ষে আছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই বিধ্বংসী ব্যাটসম্যান ১৬০ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টি বিশ্বকাপে রান করেছেন। টি-টোয়েন্টিতে বর্তমানে বিশ্বের সেরাদের একজন তিনি। এখন পর্যন্ত খেলেছেন দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ১৩ ম্যাচে ৩০ গড়ে করেছেন ২৬৪ রান।
৭২ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩১ গড় এবং ১৫৮ স্ট্রাইক রেটে। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তিনি নিজের সেরা ইনিংস খেলেন। ১৯২ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ম্যাক্সওয়েলের ৩৩ বলে ৭৪ রানের পরেও ১৬ রানে ম্যাচ হারে অজিরা।