বৃষ্টি-বিতর্কে ষোলকলা পূর্ণ

বিপিএল শুরুর আগে সংশয় ছিল। মাঠের ক্রিকেটে আদৌ জমে উঠবে তো এই আসর? শুরুর দিকে ঢাকার উইকেটে ম্যাড়ম্যাড়ে শুরুই হয়েছিল। তবে এরপর মাঠের ক্রিকেট কতটা জমেছে সেটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। তবে মাঠের বাইরে নানা বিতর্কে বারবারই উত্তাল হয়েছে এই আসর। এরপর আজ বৃষ্টি এসে যেন বিপিএলের ষোলকলাই পূর্ণ করলো। শীতকালকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরপুর যেন আজ পরিণত হলো এক বাদল দিনে।

বাংলাদেশের আবহাওয়ার এই সময়ে এমন সারাদিন ধরে বৃষ্টি খুব  একটা দেখা যায় না। ক্রিকেট খেলার জন্য দারুণ এক সময়। বিপিএল তাই নির্বিঘ্নেই হবার কথা ছিল। তবে ক্রিকেটার ও দর্শকদের সেই সুখ মানতে নারাজ মেঘলা আকাশ। আজ সকালে হঠাত করেই ঝড়ো হাওয়া। এরপর সারাদিন ধরে থেমেথেমে বৃষ্টিতে ভেসে গেছে দিনের দুটি খেলাই।

ঢাকার প্রথম পর্বে মাঠের ক্রিকেট খুব একটা জমেনি। তবে চট্টগ্রাম গিয়ে জমে উঠেছিল বিপিএক। মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই। মাঠে দিনের দুই ম্যাচেই ব্যাটসম্যানরা রান পেয়েছেন। আবার মাঠের বাইরেও ছিল ঘটনা। মিরাজ কান্ডে উত্তাল হয়েছিল দেশের ক্রিকেট। একপর্যায়ে চট্টগ্রামের হয়ে আর ম্যাচ না খেলার কথাও বলেন এই ক্রিকেটার। পরে অবশ্য ফ্র্যাঞ্চাইজি ও মিরাজ নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছে।

এরপর ঢাকা পর্বে ম্যাচ হবার কথা ছিল দুইদিনে মোট চারটি। প্রথম দিনের দুই ম্যাচে অবশ্য প্রথম পর্বের চেয়ে ভালো খেলাই হয়েছে। অন্তত কিছু রানের দেখা মিলেছে। তবে সেই সুখের সংসারে বাগড়া দিল শীতের বৃষ্টি। সারাদিনের বৃষ্টিতে দুই ম্যাচই পরিত্যক্ত। ফলে মাত্র দুই ম্যাচেই এবারের মত ঢাকা পর্ব ফুরলো। এখন আবার খেলা হবে সিলেটে।

তবে ঢাকা পর্ব একেবারে নিরামিষ ভাবে ফুরতে দেননি আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। মিনিস্টার ঢাকার হয়ে খেলতে আসা এই ওপেনার আজ মাঠে ঘটিয়েছেন বিতর্কিত এক কান্ড। খেলা না হলেও মাঠের ভিতর এসে ধুমপান করেছেন শাহজাদ। একপর্যায়ে এসে ঢাকার আরেক ওপেনার তামিম ইকবাল তাঁকে টেনে মাঠের বাইরে নিয়ে যান। এখন শাস্তির অপেক্ষায় সময় গুনছেন এই ক্রিকেটার। ফলে আজকের দিনে সবচেয়ে বড় খবর হয়ে উঠেছিলেন মোহাম্মদ শেহজাদ ও বৃষ্টি।

ওদিকে সময়ের সাথে সাথে মাঠের ক্রিকেটও জমে উঠছে। পয়েন্ট টেবিলেও ঝড় উঠতে শুরু করেছে। বিপিএলে চলে এসেছেন মঈন আলী, ফাফ ডু প্লেসিসের মত ক্রিকেটাররাও। এছাড়া চট্টগ্রাম পর্ব বিপিএলকে নতুন মাত্রা দিয়েছে। এখন সিলেটেও ভালো ক্রিকেটের আসা সবার।

তবে সিলেট পর্বে মাঠ নাকি মাঠের বাইরের ঘটনা বেশি আলোচিত হবে সেই তর্ক তোলাই যায়। বিতর্ক যেন পিছুই ছাড়েনা এই ফ্র্যাঞ্চাইজি লিগের। তবে কিছুটা ক্রিকেট, অনেকটা বিতর্ক ও এক পশলা বৃষ্টিতে বিপিএল যে জমে উঠেছে তাতে সন্দেহ নেই।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link