জানুয়ারিতে কোচের নাম জানাবে ব্রাজিল, এগিয়ে আনচেলত্তি

পূর্ণকালীন কোনো কোচ ছাড়াই ছয় মাসের বেশি সময় অতিবাহিত করে ফেলেছে ব্রাজিল। এরমধ্যে খেলেছে বেশ কয়েকটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কিন্তু ব্রাজিলের অপেক্ষা এখনো সেই একজনের জন্যই।

পূর্ণকালীন কোনো কোচ ছাড়াই ছয় মাসের বেশি সময় অতিবাহিত করে ফেলেছে ব্রাজিল। এরমধ্যে খেলেছে বেশ কয়েকটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কিন্তু ব্রাজিলের অপেক্ষা এখনো সেই একজনের জন্যই।

এবারর ইউরোপীয় ফুটবল মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিলের সাথে যোগ দেবার কথা থাকলেও আনচেলত্তি সাফ জানিয়েছিলেন, রিয়ালে নিজের চুক্তি সম্পন্ন করছেন তিনি।

তবে তাতেও ফুরায়নি ব্রাজিলের আশা। রিয়াল মাদ্রিদের সাথে আগামী বছরের জুন মাসে চুক্তির মেয়াদ শেষ হবে আনচেলত্তির। তাই আগামী বছর পর্যন্তই অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। ২০২৪ সাল থেকে আনচেলত্তির সার্ভিস পাওয়াটা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

তবে আনচেলত্তির কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ইতালিয়ান ম্যানেজারকে নিয়ে কোনো ধরনের ঘোষণা দিতে পারবে না ব্রাজিল। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় বা কোচিং স্টাফ চুক্তির এক বছর আগে নতুন চুক্তি সম্পন্ন করতে পারবেন না কিংবা ঘোষণা দিতে পারবেন না।

চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগে নতুন চুক্তি সইয়ের ব্যাপারে সম্মত হতে পারবেন। যার মানে দাঁড়ায়, আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করতে পারবেন আনচেলত্তি। আপাতত তিনি মৌখিক সম্মতি দিয়ে রেখেছেন। নতুন বছরের শুরুতেই তাই নতুন কোচের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে ব্রাজিল।

এই মধ্যবর্তী সময়ে ব্রাজিলের আছে আরো বেশ কিছু প্রীতি ম্যাচ ও ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের খেলাও। এই সময়টায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ব্রাজিলকে সামলাবেন মানো মেনেজেস। আগামী বছর জুলাইতে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার আগেই ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন আনচেলত্তি।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের দিনই ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। এরপর থেকেই গুঞ্জন ইতিহাসের প্রথমবারের মত ভিনদেশী কোচ নিয়োগ দিতে যাচ্ছে সেলেসাওরা।

কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পছন্দ হবার পর থেকেই তাঁর পিছু নেয় ব্রাজিল। আনচেলত্তি বারবার ব্রাজিলের কোচ হবার খবর নাকচ করলেও ব্রাজিল ঠিকই লেগে ছিল তাঁর পেছনে। এবার অবশেষে আনচেলত্তির মৌখিক সম্মতি পেয়েছে তারা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...