কেন অধিনায়ক পাল্টাল রংপুর রাইডার্স!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে অধিনায়ক পাল্টানোর রেওয়াজ নতুন কিছু নয়। পারফরম্যান্সজনিত কারণে, হুটহাট ফ্র্যাঞ্চাইজি মালিকরা এর আগেও অনেকবারই বেঁকে বসেছেন। তবে, এবার রংপুর রাইডার্সের অধিনায়ক পাল্টানোর ঘটনা কোনো বিতর্কের জন্ম দিল না। কারণ, এছাড়া কোনো উপায়ও ছিল না ফ্র্যাঞ্চাইজির মালিকদের।

সাইড স্ট্রেইন ইনজুরির কারনে মাঠের বাইরে ছিটকে গেলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে, বিপিএলের নবম আসরে আগামী কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না নুরুল। তিন ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি উইকেট রক্ষক ব্যাটার নুুরুল হাসান। ৩ ইনিংসে ব্যাট করে ৪১ রান করেছেন তিনি।

সোহানের পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। সাবেক পাকিস্তানি অধিনায়ক মালিক অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন। ফলে, তাঁর সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। ‍খুলনা টাইগার্সের বিপক্ষে মালিকের অধিনায়কত্বেই খেলেন রংপুর।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর। তাঁরা লিখেছে, ‘সাইড স্ট্রেইন ইনজুরিতে অধিনায়ক নুরুল হাসান সোহান। দিন কয়েকের বিশ্রাম শেষে পূর্নাঙ্গ ফিট হয়ে জয়ের লড়াইয়ে ফিরবেন ক্যাপ্টেন, প্রত্যাশা দলের ফিজিওর।’

নুরুলের অধীনে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে রংপুর। ২টি জয় ও ১টিতে হেরেছে দল। মালিকের নেতৃত্বে খেলতে নেমে চতুর্থ ম্যাচটা তাঁরা হেরেছে বিরাট ব্যবধানে।

নুরুলের চোট থেকে সুস্থ হতে প্রায় এক সপ্তাহ লাগবে বলে জানা গেছে। চোটের সঙ্গে সোহান সেই জিম্বাবুয়ের মাটিতে সফর থেকেই লড়াই করছিলেন। অধিনায়ক হয়ে সেই সফরে গিয়েছিলেন তিনি। আঙুলের চোটের কারণে সেই সফর থেকে দেশে ফিরে আসতে হয় তাঁকে।

চোটের কারণে ছিটকে যান লম্বা সময়ের জন্য। তাঁকে ছাড়াই বাংলাদেশ দল এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলেছে। ওই সময় সিঙ্গাপুর গিয়ে আঙুলের অস্ত্রোপচার করিয়েছেন নুরুল।

পুনর্বাসন শেষে সোহান ফিরে আসেন। বিশ্বকাপও খেলেন দলের সহ-অধিনায়ক হয়ে। যদিও, অস্ত্রোপচারের পরও নুরুলের চোট সারেনি। কার্যত, গেল বছর নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে তিনি ব্যথা নিয়েই খেলেছেন।

এরপর ঘরের মাঠে ভারত সিরিজেও ব্যথার সঙ্গে লড়াই করেছেন। ব্যথানাশক ওষুধ নিয়ে খেলতে হয়েছে তাঁকে। সেই ভারতের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই শুরু হয় বিপিএলের প্রস্তুতি। পরে অধিনায়ক হিসেবে ম্যাচ খেলাও শুরু করেন। ক’দিন আগে তো প্রকাশ্যে বলেও দিয়েছিলেন, প্রয়োজনে নয়টা আঙুল দিয়েই খেলবেন। সোহান লড়াকু। তাঁর পক্ষে এটা বলা সম্ভব। আর করাও সম্ভব। কার্যত নয় আঙুল দিয়েই খেলছিলেন তিনি।

কিন্তু, চট্টগ্রামে গত সোমবার ব্যাটিং অনুশীলনের সময় হঠাৎই ব্যাথায় কাঁতরে ওঠেন নুরুল হাসান। ব্যথা সহ্য করেই তিনটি বল খেলেছেন। দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হচ্ছিল তাঁর। কোচ সোহেল ইসলাম তাঁকে আর ব্যাটই ধরতে দেননি। ছোট্ট একটা বিরতি তখনই নেমে এসেছিল সোহানের বিপিএল লড়াইয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link