ধারাভাষ্যকার তামিমের আন্তর্জাতিক অভিষেক

দর্শক হিসেবে মিরপুরের গ্যালারিতে নয়, তামিমকে দেখা যাবে শেরে বাংলা স্টেডিয়ামের কমেন্ট্রি বক্সে।

গত কয়েক মাসের নাটকীয়তায় মাঠের খেলা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন তামিম ইকবাল; পিঠের ইনজুরি, এরপর অধিনায়কত্ব ইস্যুর কারণে বিশ্বকাপের পর দুই দফা নিউজিল্যান্ড সিরিজ মিস করতে যাছেন তিনি। তবে ক্রিকেটের মানুষ ক্রিকেটকে ছাড়তে পারবেন কিভাবে, বাংলাদেশের ম্যাচে ঠিকই হাজির হতে যাচ্ছেন এই ওপেনার।

না, দর্শক হিসেবে মিরপুরের গ্যালারিতে নয়, তামিমকে দেখা যাবে শেরে বাংলা স্টেডিয়ামের কমেন্ট্রি বক্সে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে তাই নতুন ধরনের এক অভিষেক হতে যাচ্ছে তাঁর, জীবনে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে যাচ্ছেন তিনি।

নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে সত্যতা নিশ্চিত করেছেন খান সাহেব নিজেই। তিনি লেখেন যে, ‘আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথমদিনের কমেন্ট্রি প্যানেলের অংশ হতে যাচ্ছি। আন্তর্জাতিক ম্যাচে আমার প্রথম অভিজ্ঞতা।’

কখন কখন শোনা যাবে এই তারকার কণ্ঠে সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। লাঞ্চ ব্রেকের পর দুপুর ১২ টা ৪০ থেকে  ১ টা ১০ পর্যন্ত কথা বলবেন এই বাঁ-হাতি। ৩০ মিনিটের বিরতি নিয়ে আবারো ১টা ৪০-এ শুরু হবে তাঁর কমেন্ট্রি, এবার ২ টা ১০ পর্যন্ত অন এয়ার থাকবেন।

ইংরেজিতে দারুণ, ক্রিকেটীয় জ্ঞান প্রখর আর খেলোয়াড় হিসেবে অভিজ্ঞতার ভান্ডার পরিপূর্ণ – সবমিলিয়ে তামিম ইকবাল ধারাভাষ্যকার হিসেবে দুর্দান্ত প্যাকেজ হতে যাচ্ছেন। এর আগে বিপিএলে অবশ্য অল্প সময়ের জন্য মাইক হাতে নিয়েছিলেন তিনি, এবার নিজের দল বাংলাদেশের ম্যাচেই দেখা যাবে ‘ধারাভাষ্যকার’ তামিমকে।

নতুন এই অভিজ্ঞতার স্বাদ নিতে মুখিয়ে আছেন চট্টলার খান সাহেব। ভক্ত-সমর্থকেরাও প্রহর গুণছে প্রিয় তারকাকে ভিন্ন পরিচয়ে দেখার অপেক্ষায়; তাঁর দিনটা কেমন যায় সেটাই এখন কেবল জানা বাকি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...