ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতেই জিতেছিলেন ফিফার বর্ষসেরার পুরষ্কার। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রকৃতপক্ষে বিশ্বের সেরা ফুটবলার হয়ে উঠাটা সান্তিয়াগো বার্নাব্যুতে এসেই। রিয়ালে খেলা নয় মৌসুমেই বনে গেছেন রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।
রিয়াল মাদ্রিদ ছেড়ে জ্যুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এখন খেলছেন সৌদি আরবের আল নাসেরে। সেসব পুরোনো কথা। নতুন খবর হলো আবারো রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন সিআর সেভেন। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছ থেকে ইতোমধ্যেই প্রস্তাবও পেয়েছেন তিনি।
তবে খেলোয়াড় হিসেবে নয়, ভেনিজুয়েলার গণমাধ্যম এল নাসিওনালের খবর অনুযায়ী ক্লাবের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার জন্য রোনালদোকে প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। সংবাদমাধ্যমটি আরো জানাচ্ছে, আল নাসেরের ক্যারিয়ার খুব বেশি লম্বা হচ্ছে না পাঁচ বারের ব্যালন ডি অর জয়ীর জন্য।
রিয়াল মাদ্রিদের দূত হিসেবে কাজ করার জন্য অবসরে যেতে হবে রোনালদোকে। সূত্র জানাচ্ছে, রোনালদো ইতোমধ্যেই তাঁর সাবেক ক্লাবের দূত হিসেবে কাজ করতে রাজিও হয়েছেন।
ম্যানইউতে নিজের প্রথম অধ্যায়ে বিশ্বসেরা ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করার পর রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। ২০০৯-২০১৮ এই নয় মৌসুমে রিয়ালকে জিতিয়েছেন সম্ভাব্য সব শিরোপা।
রিয়ালের জার্সি গায়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোলের পাশাপাশি করেছেন ১৩৮ এসিস্টও। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও পর্তুগীজ এই মহাতারকা।
রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো গিয়েছিলেন ইতালিয়ান ক্লাব জ্যুভেন্টাসে। এরপর সেখান থেকে যান নিজের পুরোনো ক্লাব ম্যামচেস্টার ইউনাইটেডে। ম্যানইউতে নিজের দ্বিতীয় অধ্যায়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ইউরোপ ক্যারিয়ারের ইতি টেনে পাড়ি জমান আল নাসেরে। মাঝে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে সাংবাদিকরা রোনালদোর প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করলে রোনালদোর বয়সের বিষয়টি সামনে আনেন তিনি।
তবে এবার পেরেজই রিয়ালের দূত হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছেন তাঁর ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে। রোনালদো নিজেও রিয়ালে থাকা দিন গুলোকে ভুলতে পারছিলেন না কোনোভাবেই। তাই পেরেজের প্রস্তাবে ইতিবাচক সাড়াই দিতে পারেন রোনালদো।
তবে রোনালদো এখনই বুট জোড়া তুলে রাখবেন কিনা সেটাই বড় প্রশ্ন। তবে ফুটবল থেকে অবসরের পর নিঃসন্দেহে রিয়ালের হয়ে কাজ করার প্রস্তাবটি লুফে নিতেই চাইবেন রোনালদো। আপাতত আল নাসের অধ্যায়টাও ভালো যাচ্ছে না রোনালদোর।
মাঠে অশালীন আচরণ, প্রতিপক্ষ ফুটবলারকে ইচ্ছাকৃত ভাবে ফেলে দেয়া সহ নানান অভিযোগে সৌদি আরবে এখন প্রবল সমালোচিত রোনালদো। তাই রোনালদোর ভবিষ্যৎ পরিকল্পনাটা বেশ আগ্রহের জন্ম দিয়েছে ফুটবল প্রেমীদের মনে।