সিএসকে যেন বাহারি সেলুনের ডিসপ্লে বোর্ড!

মুস্তাফিজুর রহমানের উপলক্ষে চেন্নাই সুপার কিংসের খেলা নিশ্চয়ই দেখছেন সবাই। আর খেলা দেখলে আরেকটা ব্যাপারও সম্ভবত আপনার চোখে পড়েছে, সেটি হলো চেন্নাইয়ের ক্রিকেটারদের বাহারি চুলের সমাহার।

মুস্তাফিজুর রহমানের উপলক্ষে চেন্নাই সুপার কিংসের খেলা নিশ্চয়ই দেখছেন সবাই। আর খেলা দেখলে আরেকটা ব্যাপারও সম্ভবত আপনার চোখে পড়েছে। সেটি হলো চেন্নাইয়ের ক্রিকেটারদের বাহারি চুলের সমাহার; কারো মাথায় ঝাঁকড়া চুল, আবার কারো মাথায় চুল খুঁজতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়বে।

মজার বিষয়, ভালভাবে পর্যবেক্ষণ করলে এই তারকাদের মাথার চুলে একটা ধারা আপনি খুঁজে পাবেন। এই যেমন, মহেন্দ্র সিং ধোনির চুল তাঁর কাঁধ ছুঁয়েছে; ক্যারিয়ারের শুরুর দিকে ধোনির চুল যেমন ছিল তেমন। রাচিন রবীন্দ্রের চুল এতটা লম্বা না হলেও কমতি নেই, পুরো মাথা ভর্তি কোঁকড়া চুল।

আরেক রবীন্দ্রের মাথায়ও রয়েছে কোঁকড়ানো চুল, যদিও সেটার পরিমাণ আবার রাচিনের মত অতও বেশি নয় কিছুটা হ্রাস পেয়েছে। আজিঙ্কা রাহানের দিকে তাকালে একেবারে খাঁটি বাঙালির চুলের ছাঁট দেখতে পাবেন।

তবে বাবা-মায়ের পছন্দ হবে ডেভন কনওয়ের চুল। কেননা কিউই তারকার মাথার সামনের দিকে একটু বড় রেখে বাকি অংশ একেবারে ছোট করে কাটিয়েছেন।

অন্যসময় হলে মুস্তাফিজের মাথায় হয়তো স্টাইলিশ চুলের দেখা পাওয়া যেত, তবে বিপিএলে মাথায় চোট পাওয়ার কারণে চুল অনেকটাই কেটে ফেলতে হয়েছিল। এখন তাঁর ছোট ছোট চুলগুলো খুলি কামড়ে রয়েছে। এই ধারার সবশেষে রয়েছেন ড্যারেল মিশেল, তাঁর মাথায় চুলের সংখ্যা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আইপিএল ট্রফির সমান অর্থাৎ শূন্য।

এমন বৈচিত্র্যের কারণে চেন্নাই স্কোয়াডের ছবিকে আপনি সেলুন দোকানের বিজ্ঞাপন ভেবে ভুল করলেও করতে পারেন। সেলুন দোকানে যেমন নানান রকম চুলের কাট ছবির মত ঝুলিয়ে রাখা হয় চারপাশে, তেমনিই। আপনি দোকানে যাবেন। এরপর শুধু বলবেন ধোনির মত হেয়ারস্টাইল চান নাকি কনওয়ে বা রাহানের মত হলেই হবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...