ইংল্যান্ড দল ইতোমধ্যে চলে এসেছে বাংলাদেশে। বাংলাদেশের কন্ডিশন বরাবরই ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ। আর ওয়ানডে ফরম্যাট দিয়েই সিরিজ শুরু বলে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশও বেশ মোক্ষম।
তবে, একটা ব্যাপার ঠিক যে – এই সিরিজে কন্ডিশন বা বাংলাদেশ দল নয় – ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে যাচ্ছে খোদ চান্দিকা হাতুরুসিংহে ও তাঁর কৌশল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তিনি নিজের ‘সিগনেচার টাচ’ রাখছেন।
বাংলাদেশে দ্বিতীয় মেয়াদে এসে একদমই দম ফেলার সময় নিচ্ছেন না হাতুরুসিংহে। নিউ সাউথ ওয়েলস ফেরত এই কোচ যেন নিজের অভিজ্ঞতা আর কৌশলের ঝাপি খুলে বসেছেন। শুধু দল নিয়েই যে কাজ করছেন তা নয়, স্বাগতিক হওয়ার পুরো সুবিধাটাও তিনি নিতে মরিয়া।
এর মধ্যেই তিনি স্বদেশি কিউরেটর গামিনি ডি সিলভার সাথে বসেছেন। আলোচিত ও সমালোচিত এই কিউরেটরকে দলের জন্য অনুকূল উইকেট তৈরি করতেই বলা হয়েছে।
আর সেই উইকেটের একটা ধারণাও পাওয়া গেল। কাটগ্রাস উইকেট প্রস্তুত করছেন কিউরেটর। এতে করে ইংলিশদের পেসারদের গতিমাখা ডেলিভারিগুলো চলে আসবে বাংলাদেশি ব্যাটারদের নাগালে।
এর আগে সংবাদ সম্মেলনে এসেও হাতুরুসিংহে পরিস্কার করেছিলেন যে তিনি হাঁটবেন তাঁর পুরনো কৌশলেই। ফলে, ইংল্যান্ডের বিপক্ষেও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। কাটগ্রাসের শরণাপন্নই হলেন তিনি।
এর মধ্যেই কাটা ঘাস পিচের ওপর ছিটিয়ে রোল করতে দেখা গেছে কয়েকবার। মাঠের ভেতরে ত্রিপল বিছিয়ে কাটা ঘাস রোদে শুকিয়ে রাখা হয়েছে কিউরেটরদের স্টোর রুমে।
উইকেট সমান করতেই মূলত এই ঘাস ব্যাপার করা হলেও কন্ডিশন ও মাটি ভেদে এই ঘাসের বৈশিষ্ট্য বদলে যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে সেটা শাপেবর না হলেই হয়।
উইকেটের চরিত্রটা পরিস্কার হবে আসছে এক মার্চ। সেদিন থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো শুরু হবে বেলা ১২ টায়। নয় মার্চ থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১৪ মার্চ।
এই দুই ভিন্ন ফরম্যাটের দুই সিরিজে কেবল উইকেট নয় – দল নিয়েও নিশ্চয়ই কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন হাতুরুসিংহে।