আইপিএলের আগে ডিপিএল: এবার লিটনকে নিয়ে জটিলতায় কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসানের ইস্যুতে কম জল ঘোলা হয়নি। শেষ অবধি বাংলাদেশের এই অলরাউন্ডারের সাথে চুক্তিই বাতিল করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স দলকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসানের ইস্যুতে কম জল ঘোলা হয়নি। শেষ অবধি বাংলাদেশের এই অলরাউন্ডারের সাথে চুক্তিই বাতিল করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স দলকে। এবার সেই জটিলতার তালিকায় সামিল হচ্ছে লিটন দাসের নামও।

কারণ, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষ হয়ে গেলেও তিনি এখনও রওনা দেননি ভারতে। আবাহনীর হয়ে একটা ম্যাচ খেলতে তিনি কেকেআরের একটা ম্যাচ মিস করতে চলেছেন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় মিস করেন আইপিএলের প্রথম অংশও।

জানা গেছে, আসছে ১০ এপ্রিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলবেন তিনি। এরপর যাবেন ভারতে। এর আগে ৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। আবাহনীর হয়ে পরদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবেন লিটন। এর অর্থ হল, গুজরাটের বিপক্ষে ম্যাচে তাঁর সার্ভিস পাবে না কেকেআর।

১০ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আবাহনী, ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুবে। সেই ম্যাচ খেলে তবেই আইপিএলের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন। ম্যাচ শুরু হবে নয়টায়। ফলে, রাতের আগে ভারতে পৌঁছানোর কোনো সুযোগ নেই লিটনের। কলকাতার পরবর্তী ম্যাচ আসছে ১৪ এপ্রিল, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।

কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা বলেছে, ‘আমরা আগামীকাল পর্যন্ত আমদাবাদ থাকব। আগামিকাল দুপুরে আমাদের ম্যাচ (প্রতিপক্ষ গুজরাট টাইটান্স)। লিটন ঢাকা থেকে সরাসরি কলকাতায় কেকেআরের শিবিরে যোগ দেবে। ঘরের মাঠে আমাদের পরবর্তী ম্যাচ (আগামী ১৪ এপ্রিল ) থেকেই লিটনকে পাওয়া যাবে।’

সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বলছে, লিটন দাসের প্রথম আইপিএল যাত্রা খুব বেশি বড় হবে না। কারণ, আগামী মাসের শুরুতেই আবার একদিনের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। সেই সিরিজের দলে থাকবেন লিটনও। কেকেআরের যা সূচি, তাতে হয়ত ২৯ এপ্রিল পর্যন্ত লিটনকে পেতে পারে শাহরুখ খানের দল। অর্থাৎ কেকেআরের জার্সি পরে মাত্র ছ’টি ম্যাচে খেলার সুযোগ পাবেন লিটন। আর সবগুলো ম্যাচে তাঁর একাদশে জায়গা পাওয়ায় নিশ্চিত নয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...