২০২০ সাল সবার জন্যেই গেছে অস্থিরতায়। ক্রিকেটের জন্যেও যে এই সাল খুব স্বস্তিকর ছিল তাও না, এই সালেই অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনির মত তারকারা। সেরকম অবসর নেওয়া তারকাদের নিয়ে আমরা তৈরি করেছি এক ক্রিকেট একাদশ!
- শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
নিজের সময়ের সেরা অলরাউন্ডার ছিলেন। শেন ওয়াটন ২০২০ সালে শেষবার ক্রিকেট মাঠে নেমেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে। এমনিতে চেন্নাইয়ের নিয়মিত পারফর্মার তিনি। তবে ২০২০ সালে পারফর্ম্যান্সটা ঠিক মনমত হয়নি শেন ওয়াটসনের। তাই বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
- ওয়াসিম জাফর (ভারত)
আর্ন্তজাতিক ক্রিকেটে খুব বেশি খেলার সুযোগ পাননি। কিন্তু ভারতের ঘরোয়া ক্রিকেট বিবেচনা করলে তিনি এক কিংবদন্তী। রঞ্জি ট্রফির এই মহীরূহ ওয়াসিম জাফরও বীদর্ভ ক্রিকেট দলের হয়ে খেলে যাচ্ছিলেন সদর্পে। ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন এক রকম রানমেশিন। তবে এই বছর তিনিও সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট ছাড়ার।
- ইয়ান বেল (ইংল্যান্ড)
ইয়ান বেল এক সময় ছিলেন তিন ফরম্যাটেই ইংলিশ ক্রিকেট দলের নিয়মিত মুখ। তবে, ইংল্যান্ডের পরিকল্পনা বদলের হাওয়াতে ইয়ান বেল বাদ পড়েন ওয়ানডে দল থেকে। ধীরে ধীরে সাদা পোশাকেও তিনি জায়গা হারিয়ে ফেলেন। এরপরও তিনি খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে, তবে অবশেষে তিনি ২০২০ সালে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
- সুরেশ রায়না (ভারত)
সুরেশ রায়নার অবসর ঘোষণাটা কিছুটা আকস্মিকই বলা চলে। মহেন্দ্র সিং ধোনি যে রাতে অবসর ঘোষণা দেন, সে রাতেই তিনিও ধোনিরর পদাঙ্ক অনুসরণ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো রায়নাকে পাঠানো চিঠিতে বলেছিলেন যে বিদায় বলার জন্যে তাঁর বয়সটা নিতান্তই কম।
- মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)
মারলন স্যামুয়েলস সম্ভবত ক্রিকেটের অন্যতম আলোচিত এক নাম। দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, দল থেকে বাদ পড়েছেন, ফিক্সিং কেলেঙ্কারিতেও জড়িয়েছেন। বহুল আলোচিত এই ক্রিকেটার এই বছরই বলেছেন- বিদায়!
- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক)
আমাদের এই দলের সবচেয়ে বড় তারকা। এবং অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনির বিদায় নিয়ে কম কাব্য হয়নি। সব ধরণের আইসিসি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক তিনি। ভারতের ইতিহাসের সফলতম অধিনায়ক তিনি। বলা যায়, ভারতীয় ক্রিকেটকে নতুন এক যুগে নিয়ে গেছেন। তিনি তো এই একাদশে থাকবেনই।
- ইরফান পাঠান (ভারত)
ইরফান পাঠান ক্রিকেটেরই এক আক্ষেপ। হাতের আঙুলে ছিল জাদু, হতে পারতেন দুর্দান্ত এক পেসার। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে বানাতে চেয়েছিল অলরাউন্ডার। আর তাতেই শনির দশা ইরফানের। দল থেকে বাদ পড়ে ফেরার চেষ্টা করেছেন অনেকবার। তবে এবার বিদায়ই বলে দিয়েছেন ক্রিকেটকে!
- মোহাম্মদ আমির (পাকিস্তান)
মোহাম্মদ আমির থাকবে এই একাদশের মূল বোলার। এক রকম অভিমান করেই তিনি এ বছর অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এখনও ক্রিকেটকে অনেক কিছুই দেওয়ার ছিলো তার। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ধারাবাহিকভাবে নিজের সেরা ছন্দে আসতে পারেননি। কিন্তু আমির তো আমিরই।
- সাচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কা দলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি সেনানায়েকের। কিন্তু তার সময়ে অসাধারণ এক স্পিনার ছিলেন। সাথে ব্যাটে কিছু রানও ছিলো। ঘরোয়া ক্রিকেট খেলেছেন দাপটের সাথেই। শেষ পর্যন্ত বিদায় বলে দিলেন সব ধরণের ক্রিকেটকে।
- গ্রাহাম অনিয়ন্স (ইংল্যান্ড)
নয়টি টেস্ট ও চারটি ওয়ানডের ক্যারিয়ার দেখে অনিয়ন্স সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কাউন্টিতে প্রতাপের সাথে খেলেছেন এই ফাস্ট বোলার। তবে সেরা সময়টা ফেলে এসেছেন। তাই ক্রিকেট থেকে সরে গেছেন এই বছর।
- প্রজ্ঞান ওঁঝা (ভারত)
ভারতীয় অনেক স্পিনারের মতোই তার গল্পটাও এক। অনিল কুম্বলে থেকে রবিচন্দ্রন অশ্বিন; এদের টপকে সেরা বোলার হওয়া হয়নি কখনো। কিন্তু তিনি তার মতো কার্যকর ছিলেন। ভারতের হয়ে বেশ কিছু আর্ন্তজাতিক ম্যাচ খেলেছেন। এ বছর সরে গেছেন ক্রিকেট থেকে।
- দ্বাদশ খেলোয়াড়: পার্থিব প্যাটেল (ভারত)
একসময় ভবিষ্যৎ প্রতিভা বলে বিবেচিত ছিলেন। ধোনি, কার্তিকের যুগে খুব কম সুযোগই পেয়েছেন পার্থিব প্যাটেল। তাও টেস্ট দলে কিছুদিন ডাক পেলেও থিতু হতে পারেননি একদমই। ঘরোয়া ক্রিকেটে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ধীর্ঘদিন ধরেই। তবে এবার হাল ছেড়ে দিলেন।