টেস্ট র‌্যাংকিয়ের খাদের কিনারায় বাংলাদেশ

খুব দ্রুই হারানো অবস্থান ফিরে পাওয়ার পথ খোলা আছে বাংলাদেশের জন্য। চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টে হারাতে পারলে আবার ৯ নম্বরে উঠে আসবে সাকিব-তামিমরা।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ শেষে টেস্ট র‍্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির প্রকাশিত নতুন টেস্ট র‍্যাংকিংয়ে অবস্থার অবনতি হয়েছে বাংলাদেশের। একধাপ পিছিয়ে দশে নেমে গেছে মুমিনুল হক সৌরভের দল। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে পিছনে ফেলে টেস্টের নবীনতম দল আফগানিস্তান উঠে গেছে ৯ নম্বরে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর মাত্র চারটি ম্যাচ খেলেছে আফগানিস্তান। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সাথে হারলেও আয়ারল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছিলো আফগানরা। চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছিলো রশিদ-মুজিবরা। বাংলাদেশের বিপক্ষে পাওয়া সেই জয়ই আফগানদের র‌্যাংকিংয়ে উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

তবে, খুব দ্রুই হারানো অবস্থান ফিরে পাওয়ার পথ খোলা আছে বাংলাদেশের জন্য। চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টে হারাতে পারলে আবার ৯ নম্বরে উঠে আসবে সাকিব-তামিমরা। আফগানিস্তানের বর্তমান রেটিং ৫৭ ও বাংলাদেশের ৫৫। খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচে হারালে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৬৬।

 

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে তিন ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর ১১ ফেব্রুয়ারি মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

এদিকে প্রথম বারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। চলতি মৌসুমে ঘরের মাঠে ৬ টেস্ট ম্যাচের প্রতিটাতেই জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপরা। এসময় ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সাথে দুটি করে ম্যাচ জিতেছে তারা। এছাড়া দেশের মাটিতে সর্বশেষ ১৭ ম্যাচ ধরে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড।

পাকিস্তানের সাথে সিরিজের আগে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ও দুইয়ে থাকা নিউজিল্যান্ডের রেটিং ছিল ১১৬। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ছিলো অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডের রেটিং এখন ১১৮।

কেইন উইলিয়ামসন যখন নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পান তখন টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে ছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসনের নেতৃত্বে সাত নম্বর থেকে প্রথম বারের মতো শীর্ষে আসলো নিউজিল্যান্ড।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে চলতি বছরের জুনে। চলমান ভারত অস্ট্রেলিয়া সিরিজ শেষেই নির্ধারিত হয়ে যেতে পারে কারা যাচ্ছে ফাইনালে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...