অনন্য দ্বৈরথের শেষের শুরু

কোনো কিছুর শুরু যেমন আছে শেষও তেমনি অবধারিত। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো নিকট ভবিষ্যৎতে বিদায় নেবেন ফুটবল মাঠ থেকে এই চিন্তা ব্যাথিত করে ফুটবল প্রেমীদেরকে।

কোনো কিছুর শুরু যেমন আছে শেষও তেমনি অবধারিত। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো নিকট ভবিষ্যৎতে বিদায় নেবেন ফুটবল মাঠ থেকে এই চিন্তা ব্যাথিত করে ফুটবল প্রেমীদেরকে।

প্রায় দুই দশক ধরে পুরো পৃথিবীর ফুটবল প্রেমীদেরকে নিজেদের মাঠের জাদুতে মুগ্ধ করে রেখেছেন লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদো। তাদের মধ্যে কে সেরা সেই প্রশ্ন নিয়ে আজও বিভক্ত পুরো ফুটবল বিশ্ব। এই দুই এলিট ফুটবলার একে অপরকে পাল্লা দিয়ে নিজেদের যেখানে নিয়ে গেছেন সেখানে স্থান নেই এই প্রজন্মের অন্য কারো। এত দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ভাবে ইউরোপের টপ লেভেলে আর কেও পারফরম করেনি।

গত সামার ট্রান্সফার উইন্ডোতে পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি লিগ জিতলেও তার দল বিদায় নেয় ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়ন্স লীগ এর রাউন্দ অফ ১৬ থেকে। কোভিড ১৯ মহামারি এবং ইনজুরির কারণে তিনি মিস করেন বেশ কয়েকটি ম্যাচ এবং পুরো সিজনে তার মাপকাঠি অনুযায়ী পারফরমেন্স ছিল হতাশাজনক।

তবে, জাতীয় দলের হয়ে বেশ ভাল পারফরম করেন, ২০২১ কোপা জিতে ঘুচিয়ে ফেলেন ম্যাজর ইনটারন্যাশনাল ট্রফি না জেতার আক্ষেপ। ৩৫ বছর বয়সেও ছয় বার ব্যলন জয়ী এই ফুটবলার ফুঁড়িয়ে গেছেন এই কথা বলার লোক অনেক কমই পাওয়া যাবে বরং আগামী মৌসুমে তিনি মাঠ দাপিয়ে বেরাবেন এই প্রত্যাশা সবার।

জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেড এ গত ২১-২২ সামার ট্রান্সফার উইন্ডোতে যোগ দেন রোনালদো। এক সময় সিটি তে যাওয়ার প্রবল গুঞ্জন থাকলেও ওল্ড ট্রাফোরডেই ফিরে আছেন তিনি। আগের সেই স্প্রিন্ট স্পীড নেই কিন্তু ডিবক্স এ ক্লিনিকাল ফিনিশার হিসেবে ক্লাচ টাইেম গোল করে রেড ডেভিলদের খারাপ সিজনেও বেশ ভাল পারফরম করেন তিনি।

যদিও ক্লাব এর অনেক ফ্যানরা বলতে থাকেন রোনালদো দলের বাজে সিজনের অন্যতম কারন এবং ক্লাব শুধুমাত্র ব্র্যান্ডভ্যালুর কারণে তাঁকে কিনেছে। আগামী সিজনে রেড ডেভিলরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে না পারায় এবং ভাল প্লেয়ার সাইন না করাতে পারায় কিছুদিন আগে তিনি ক্লাব ছাড়ার সিধান্ত নেন।

রোনালদো আবারো ক্লাব ছাড়ার কথা বলায় অনেক ফুটবল প্রেমীরাই স্বপ্ন দেখতে থাকেন পিএসজি তাকে কিনবে এবং মেসি ও রোনালদো একই দলের হয়ে একসাথে খেলবেন যদিও তার সম্ভাবনা নেই বল্লেই চলে। তবে পুরো ট্রান্সফার মউসুম জুড়েই যে রোনালদোর উপর সকলের নজর থাকবে তাতে কোন সন্দেহ নেই। গুজব শোনা যাচ্ছে তিনি চেলছি অথবা বায়ার্ন মিউনিখে যাবেন। বায়ার্নে গেলে সে ক্ষেত্রে নতুন একটি দেশের লীগ জিতে নিজেকে মেসির চেয়ে সেরা প্রমান করার সুযোগ থাকবে তাঁর।

ফুটবলের এই দুই মহাতারকা নিজেদের ক্যারিয়ার এর শেষ ভাগে এসে পরেছেন । হয়ত ৩-৪ সিজন পরে তারা চলে যাবেন ইউরোপের সেরা লিগগুলো থেকে, পারি জমাবেন এমএলএস কিংবা নিয়ে নিবেন অবসর। এই কাতার বিশ্বকাপ যে তাদের শেষ বিশ্বকাপ তাতে কোন সন্দেহ নেই।

তাঁদের মত প্রতিদ্বন্দ্বিতা আর অন্য কেও দেখাবে সেই সম্ভাবনাও কম। এই দুই ফুটবলার চলে যাবেন তাদের প্রিয় খেলা থেকে এই ভবিষ্যতের কথা ভেবেই নতুন কোন উদিয়মান খেলোয়ার এলেই তুলনা শুরু হয় নতুন মেসি বা রোনালদো বলে। ফুটবল প্রেমীরা এভবেই এই সব নতুন খেলোয়ারদের মাঝে খুঁজতে চান তাদের প্রিয় তারকাদের, আগামীতে তারা যখন থাকবেন না এদের খেলার মাঝেই তাদের ঝলক দেখে পরবর্তী প্রজন্মকে শোনাবে মেসি ও রোনালদোর গল্প।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...