ক্রিকেটার থেকে ইউটিউবার!

যেহেতু বর্তমান সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, তাই এখন অনেক ক্রিকেটারকেই দেখা যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভক্তকূলের সাথে সংযুক্ত থাকতে।

ক্রিকেটারদের ক্রিকেটের প্রতি ভালোবাসাটা বলা যায় রক্তে মিশে থাকে। তাই একজন প্রফেশনাল ক্রিকেটার ক্রিকেটকে বিদায় জানানোর পরও কোন না কোনভাবে ক্রিকেটেই যুক্ত থাকতে চান। প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ কোচিংয়ে মনোনিবেশ করেন, কেউবা ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকতে চান, কাউকে কাউকে আবার দেখা যায় ধারাভাষ্যকে নতুন পেশা হিসেবে গ্রহণ করতে। অনেককে আবার বিভিন্ন টিভি চ্যানেলের প্রোগ্রামে ক্রিকেট বিশেষজ্ঞ ও বিশ্লেষক হিসেবেও দেখা যায়। যেহেতু বর্তমান সময় টা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, তাই এখানে অনেক  ক্রিকেটারকেই দেখা যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভক্তকূলের সাথে সংযুক্ত থাকতে।

ইউটিউব যেহেতু একটি দারুণ জনপ্রিয় প্লাটফর্ম, এখানে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে পাওয়া যায় যারা সফলভাবে তাঁদের ইউটিউব চ্যানেল চালাচ্ছেন এবং বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আজকের লেখায় আমরা জানবো এমন পাঁচজন সফল ইউটিউবার কাম সাবেক ক্রিকেটারের নাম।

  • শোয়েব আখতার (পাকিস্তান)

তর্কাতীতভাবে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, শোয়েব আখতার তার ইউটিউব চ্যানেলের মাধ্যমেও একটি সফল ক্যারিয়ার তৈরি করেছেন। প্রায় ৩.১৭ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার ইউটিউবে শোয়েব আখতারকে অনুসরণ করে।

তাঁর ইউটিউব চ্যানেলটির নাম তাঁর নামেই। চ্যানেলটি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে শুরু করেছিলেন তিনি। তারপর থেকে আখতার অনলাইন ভিডিও শেয়ার করে আসছেন এবং তাঁর ভক্তকূলের মধ্যে তা ব্যাপক জনপ্রিয়তা পায়। সেখানে তিনি ৪৪ বছর বয়সী একজন বিশেষজ্ঞ হিসেবে ক্রিকেট ম্যাচ বিশ্লেষণ করেন। শোয়েব আখতার ইউটিউবের মাধ্যমে সর্বাধিক উপার্জনকারী প্রাক্তন ক্রিকেটারদের একজন।

  • আকাশ চোপড়া (ভারত)

ক্রিকেট ক্যারিয়ারে ছিলেন একজন ফ্লপ ক্রিকেটার, যদিও ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।। সেখান থেকে ধারাভাষ্যকার এবং এরপর একজন সফল ইউটিউবার আকাশ চোপড়া। ইউটিউবে তিনি ব্যাপক জনপ্রিয়।

তিনি প্রায় দুবছর আগে নিজের নামে একটি চ্যানেল শুরু করেছিলেন। ৪২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের বর্তমানে ৩.৪৬ মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে। তাঁর চ্যানেলে তিনি নিয়মিত ক্রিকেট বিষয়ক ভিডিও দেন। সবথেকে বেশি উপার্জনকারী প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে একজন তিনি।

  • দানিশ কানেরিয়া (পাকিস্তান)

পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে সফল স্পিনার তিনি, যদিও নিজের সাফল্যের স্বীকৃতি খুব কমই পেয়েছেন। সাবেক এই লেগ স্পিনার তার ক্যারিয়ারে ৬১টি টেস্ট ম্যাচ খেলে ২৬১ টি উইকেট শিকার করেছিলেন। খেলেছেন ১৯ টি ওয়ানডেও।

শোয়েব আখতার দানিশ সম্পর্কে একটি বিতর্কিত বক্তব্য দেওয়ার আগে তার ইউটিউব চ্যানেলটি অখ্যাত ছিল। সেই ঘটনার পরে, প্রাক্তন এই ডানহাতি বোলার রাতারাতি একজন বিখ্যাত ইউটিউবার হয়ে ওঠেন। কারণ ভক্তরা এরপর তাঁর ইউটিউব চ্যানেলটিতে ভীড় করেন। তাঁর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৩৬৯ হাজার।

  • ইনজামাম উল হক (পাকিস্তান)

ইনজামানমের ইউটিউব চ্যানেলটির নাম ইনজামামউলহকদ্য ম্যাচ উইনার। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর দলের নির্বাচক ইনজামাম তাঁর পদটি অব্যহতি দেন।

তারপর থেকে তিনি ইউটিউবে মনোনিবেশ করেন। ৩৮৩ হাজারের মতো মানুষ তাঁর চ্যানেলটিকে অনুসরণ করে। খেলোয়াড়ি জীবনে ইনজামাম পাকিস্তানের হয়ে ১২০টি টেস্ট ম্যাচ খেলে ব্যাট হাতে ৮৮৩০ রান করেন। ওয়ানডেতে ৩৭৩ টি ম্যাচ খেলে করেছেন ১১৭৩৯ রান।

  • রশিদ লতিফ (পাকিস্তান)

প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ও কোচ রশিদ লতিফ অবসর নেওয়ার পরকট বিহাইন্ডনামে একটি ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন। তাঁর চ্যানেলটি ৩৫১ হাজারেরও বেশি মানুষ অনুসরণ করে। তিনি ৩৭ টি টেস্ট ম্যাচ খেলে ১৩৮১ রান করেছেন। এবং ১৬৬ ওয়ানডে খেলে ১৭০৯ রান করেছেন।

অবসরের পরে পাকিস্তানি ক্রিকেটাররা বোর্ডের পদে সহজে জায়গা পান না। তাই অবসর পরবর্তী জীবনে তাঁদের মাঝে ইউটিউব চ্যানেলের প্রতি আকর্ষণ কাজ করে।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...