রোনালদিনহোর ছেলেকে দলে নিল বার্সা

বাবার পথ ধরেই বার্সেলোনায় ট্রায়াল দিতে এসেছিলেন রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্দেস আসিস মোরেইরা। ক্লাবটির বয়সভিত্তিক একাডেমিতে জোয়াও মেন্দেসকে সই করিয়েছে বার্সা। বাবার পথে হেটে মেন্দেসও এখন আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার খেলোয়াড়।

লিওনেল মেসি পূর্ববর্তী যুগে বার্সেলোনার কাণ্ডারি ছিলেন তিনি। কাতালান জার্সিতে প্রথম গোল করার পর মেসিকে কাঁধে নিয়ে ঘোরা রোনালদিনহোর সেই বিখ্যাত ছবি মনে রাখবেন বার্সা সমর্থকরা। রোনালদিনহোর এমন আরো দারুণ সব স্মৃতি আছে বার্সেলোনার জার্সি গায়ে। পাঁচ মৌসুম কাটানো সাবেক সেই ব্রাজিলিয়ান কিংবদন্তির ছেলেও এবার নাম লেখালেন বার্সেলোনার হয়ে।

বাবার পথ ধরেই বার্সেলোনায় ট্রায়াল দিতে এসেছিলেন রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্দেস আসিস মোরেইরা। ক্লাবটির বয়সভিত্তিক একাডেমিতে জোয়াও মেন্দেসকে সই করিয়েছে বার্সা। বাবার পথে হেটে মেন্দেসও এখন আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার খেলোয়াড়।

মেসি-রোনালদো ফুটবল বিশ্ব শাসনের আগে রোনালদিনহো ছিলেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন। ক্যারিয়ারের সেরা সময়ে পাঁচ বছর ন্যু ক্যাম্পে কাটিয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর।

বার্সেলোনাকে জিতেয়েছেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। জিতেছেন একবার ব্যালন ডি অর এবং দুইবার ফিফা দ্যা বেস্ট এর পুরষ্কারও। কাতালানদের হয়ে ২০৭ ম্যাচে মাঠে নেমে ৯৪ গোল করেছিলেন রোনালদিনহো।

বাবার পথ অনুসরণ করতে গত জানুয়ারি মাসেই বার্সেলোনায় ট্রায়াল দেন মেন্দেস। মেন্দেসের প্রতিভায় সন্তুষ্ট কাতালান ক্লাবটিও। তাই বয়স ভিত্তিক দলে তাকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বার্সা।

১৪ বছর বয়সে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করা মেন্দেস প্রথমে খেলেন ফ্ল্যামেঙ্গোর বয়সভিত্তিক দলের হয়ে। এরপর নজরে আসেন ক্রুজেইরো ক্লাবের। ক্রুইজেরোর সাথে চুক্তি বাতিল করে এবার বাবার ক্লাব বার্সেলোনায় যোগ দিলেন মেন্দেস।

বাবার মত মেন্দেসের ফুটবলে হাতেখড়ি হয়েছে রোনালদিনহোর বড় ভাই রবার্তো দা আসিস মোরোইরোর। বিভিন্ন সাক্ষাৎকারে ক্যারিয়ারে নিজের বড় ভাইয়ের অবদানের কথা জানিয়েছিলেন রোনালদিনহো।

‘স্টার কিড’ হবার কারণে এমনিতেই সবার নজরে থাকেন মেন্দেস। সবার নজরে থাকাটা কিছুটা চাপও বয়ে আনে। মেন্দেসের ট্রায়ালে নজর রেখেছিলেন স্বয়ং বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। বার্সেলোনার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা রোনালদিনহোর সাথে মেন্দেসকে নিয়ে কথাও বলেছেন লাপোর্তা।

মেন্দেসের ওপর চাপের বিষয়টা জানেন লাপোর্তাও। তবে বার্সা সভাপতির আশা, সব চাপ সামলিয়ে বার্সেলোনাতেই বাবার মতই অসাধারণ একজন ফুটবলার হিসেবে গড়ে উঠবেন মেন্দেস।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...