পাকিস্তান থেকে বিলেত

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি ইংল্যান্ড। সবশেষ ২০১৯ বিশ্বকাপেই শিরোপা নিজেদের করে নেয় ইংলিশরা। এই ইংলিশ দলে ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড়েরাও খেলেছেন। তেমনি ভিন্ন দেশে জন্ম নেওয়া অনেকেই ইংল্যান্ডের জার্সি গায়ে খেলছেন। খোদ ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান ছিলেন সাবেক আইরিশ ক্রিকেটার। এছাড়া অলরাউন্ডার স্যাম কুরান খেলেছেন জিম্বাবুয়ের বয়সভিত্তিক দলে, পেসার জোফরা আর্চার খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব ১৯ দলে, ছিলেন যুব বিশ্বকাপে।

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি ইংল্যান্ড। সবশেষ ২০১৯ বিশ্বকাপেই শিরোপা নিজেদের করে নেয় ইংলিশরা। এই ইংলিশ দলে ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড়েরাও খেলেছেন। তেমনি ভিন্ন দেশে জন্ম নেওয়া অনেকেই ইংল্যান্ডের জার্সি গায়ে খেলছেন। খোদ ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান ছিলেন সাবেক আইরিশ ক্রিকেটার। এছাড়া অলরাউন্ডার স্যাম কুরান খেলেছেন জিম্বাবুয়ের বয়সভিত্তিক দলে, পেসার জোফরা আর্চার খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব ১৯ দলে, ছিলেন যুব বিশ্বকাপে।

একই ভাবে পাকিস্তানি বংশদ্ভূত অনেকেই এখন পর্যন্ত ইংল্যান্ডের জার্সি গায়ে খেলেছেন। আর এই তালিকাটা বেশ লম্বা। তাঁদের নিয়েই আমাদের এবারের আয়োজন।

  • ওয়াইজ শাহ

সাবেক ইংলিশ ব্যাটসম্যান ওয়াইজ শাহ ইংল্যান্ডের হয়ে খেললেও মূলত তিনি পাকিস্তানি বংশদ্ভূত। ডান হাতি ব্যাটসম্যান ওয়াইজ শাহের জন্ম পাকিস্তানের করাচিতে। ৪২ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্ট, ৭১ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে একটি সেঞ্চুরিও করেছেন তিনি।

  • আদিল রশিদ

বর্তমান সময়ে অন্যতম সেরা লেগ স্পিনারদের একজন ইংলিশ লেগস্পিনার আদিল রশিদ। অনেকের মতেই ইংল্যান্ডের হয়ে রঙিন জার্সিতে অন্যতম সেরা স্পিনারও তিনি। তিনি পশ্চিম ইয়োর্কশায়ারে জন্ম নিলেও তার পরিবার একসময় পাকিস্তানি ছিলো। ১৯৬৭ সালে করাচি থেকে ইংল্যান্ডে পাড়ি জমায় আদিল রশিদের পরিবার। ইংল্যান্ডের জার্সি গায়ে এখন পর্যন্ত ১৯ টেস্ট, ১১২টি ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

  • মঈন আলী

তিন ফরম্যাটেই ইংলিশদের হয়ে বেশ পরিচিত মুখ অলরাউন্ডার মঈন আলি। বার্মিংহামে জন্ম নেওয়া এই ইংলিশ অররাউন্ডারের পরিবার একসময় ছিলেন পাকিস্তানে। পাকিস্তানি বংশদ্ভূত মঈন আলী ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৬১ টেস্ট, ১১২টি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৮ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি নিয়মিত মুখ।

  • কবির আলী

পাকিস্তানি বংশদ্ভূত কবির আলী ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তিনি আরেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর কাজিন। চল্লিশের দশক থেকেই তাদের পুরো পরিবার ইংল্যান্ডে থাকছেন। কবির আলি ইংল্যান্ডের জার্সি গায়ে ১ টেস্ট ও ১৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি শিকার করেছেন ২০ উইকেট।

  • সাকিব মাহমুদ

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচক সহ ক্রিকেটপ্রেমীদের নজর কেঁড়েছেন ইংলিশ পেসার সাকিব মাহমুদ। সাকিব মাহমুদ ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নিলেও তাঁর বাবা-মা ছিলেন পাকিস্তানি। এখন পর্যন্ত ইংল্যান্ডের জার্সি গায়ে ৭ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেই সাথে বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে শিকার করেছেন ২১ উইকেট।

  • জাফর আনসারী

পাকিস্তানি বংশদ্ভূত সাবেক ইংলিশ ক্রিকেটার জাফর আনসারীর জন্ম যুক্তরাজ্যের আস্কোটে। তাঁর বাবা প্রফেসর খিজার হুমায়ুন আনসারী প্রথমে পাকিস্তানের নাগরিক ছিলেন। জাফর আনসারী ইংল্যান্ডের হয়ে মাত্র তিন টেস্ট এবং এক ওয়ানডে খেলেছেন। এই তিন টেস্টে শিকার করেন ৫ উইকেট। তবে মাত্র ২৫ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টানেন তিনি। কারণ, পড়াশোনায় আরো বেশি মন দিতে চান তিনি।

  • আজমল শাহজাদ

পাকিস্তানি বংশদ্ভূত পেসার আজমল শাহজাদ খেলেছেন ইংল্যান্ডের হয়ে জাতীয় দলে। এক টেস্ট, ১১ ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে খেলা ১ টেস্টেই তিনি চার উইকেট শিকার করেন। ইয়োর্কশায়ারে জন্ম নেওয়া এই পেসার বল হাতে ওয়ানডেতে ১৭ আর টি-টোয়েন্টিতে নিয়েছেন তিন উইকেট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...