শুভযোগেই ভাসছেন রিশাদ

সম্ভবত জীবনের সবচেয়ে সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন রিশাদ হোসেন; বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিন নামক বসন্ত নিয়ে এসেছেন। এরপর তো বাংলাদেশ ছাড়িয়ে নাম কামিয়েছেন বিশ্ব জুড়ে। দিন কয়েক আগে আরেকটি গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করেছেন তিনি। আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। তারপরও মাঠের অনুশীলনে ফিরতে দেরি হয়নি তাঁর।

ঘরোয়া ক্রিকেটে খুব বেশি পরীক্ষা দেয়া হয়নি এই স্পিনারের, এর আগেই জাতীয় দলে জায়গা পেয়ে গিয়েছিলেন। কোচ চান্দিকা হাতুরুসিংহে ভরসা রেখেছিলেন তাঁর উপর, হুট করেই আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছেন তাঁকে। সেই সুযোগ লুফে নিতে ভুল করেননি তিনি; বিশ্বকাপের মত টুর্নামেন্টে দেশসেরা পারফরমার বনে গিয়েছেন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন এই ডানহাতি। বাঘা বাঘা বোলারদের পিছনে ফেলে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। উইকেটের হিসেব বাদেও তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়েছেন প্রায় সবাই। শার্প টার্ন, আঁটসাঁট লাইন লেন্থ আর টপ স্পিন – তাঁকে ঘিরে বিস্ময় জন্ম হয়েছে।

তবে এসব কিছু এখন অতীত, এসব নিয়ে তাই পড়ে থাকলে চলবে না। রিশাদকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, সেই লক্ষ্যে নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করেছেন তিনি।

এই লেগির জীবনের শুভক্ষণে নতুন অর্জন হয়ে এসেছেন তাঁর স্ত্রী সিদরাতুল মুনতাহা। নিজ শহর নীলফামারীতেই বিয়ে করেছেন তিনি। অনুষ্ঠানের আয়োজনেও ছিল না আড়ম্বরতা।

সময় সবসময় ভাল যাবে তার তো কোন নিশ্চয়তা নেই। হুট করেই দু:সময়ের ঝড়ে কাবু হতে পারেন রিশাদ। তাইতো নিজেকে প্রস্তুত রাখতে চাইছেন সে সময়টার জন্যে। মাঠের ক্রিকেটের খারাপ সময় যে ব্যক্তিগত জীবনকে এলোমেলো করে দেয়। তাইতো চলমান শুভ সময়ের মাঝেই প্রস্তুত রাখছেন নিজেকে। দু:সময়েও যেন ভেঙে না পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link