টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর আগে পাকিস্তান দলের কোচ হিসেবে যোগদান করেন গ্যারি কার্স্টেন। তবে টুর্নামেন্টটি মোটেও ভাল যায়নি বিশ্বকাপ জয়ী এই কোচের। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় পাকিস্তানকে।
এবার প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং গ্যারি কার্স্টেনকে পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচ থেকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। তিনি এর পরিবর্তে ভারতীয় দলের কোচ হয়ে আসার আহ্বানও জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে হরভজন কার্স্টেনের প্রশংসা করে তাঁকে ‘বিরল এবং বিশেষ মানুষ’ বলে অভিহিত করেছেন। কার্স্টেনের নির্দেশনায় ভারতের ২০১১ ওডিআই বিশ্বকাপে জয়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘পাকিস্তানে আপনার সময় নষ্ট করবেন না গ্যারি। আপনি ভারত দলের কোচ হয়ে ফিরে আসুন।’ হরভজন কার্স্টেনের প্রশংসা করে আরও বলেন, ‘আমাদের ২০১১ দলের একজন দূর্দান্ত কোচ, পরামর্শদাতা। তিনি সৎ এবং খুব প্রিয় বন্ধু।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পাকিস্তান দলের প্রতি কার্স্টেনের খোলামেলা বক্তব্যের পর তাঁকে এমন আবেদন দেন হরভজন। কার্স্টেন পাকিস্তানি খেলোয়াড়দের ফিটনেস এবং দক্ষতা সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে তাঁরা আন্তর্জাতিক মানের তুলনায় অনেক পিছিয়ে আছেন। খেলোয়াড়দের অনেক ম্যাচ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি শট নির্বাচনে স্বচ্ছতার অভাবের কথাও উল্লেখ করেছেন।
কার্স্টেন দায়িত্ব নেওয়ার পর থেকে দলের মধ্যে ঐক্যের একটি উদ্বেগজনক অনুপস্থিতি লক্ষ্য করেছেন। খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সমর্থনের অভাবও লক্ষ্য করেছেন তিনি। যা তিনি তাঁর ক্যারিয়ারে আগে কখনো দেখেননি । তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যেসব খেলোয়াড় এসব ক্ষেত্রে উন্নতি করবে শুধু তাঁরা দলে স্থান পাবেন। আর যারা করবেন না তাঁরা বাদ পড়বেন।