স্কোয়াডের ‘ফাইন-টিউনিং’ করবেন হাতুরুসিংহে

চলমান স্কিল ক্যাম্প নতুন করে প্রাণ পেয়েছে বৃহস্পতিবার থেকে। এর মধ্যে কোচের সাথে বৈঠকে বসবেন নির্বাচক প্যানেলও। আর এই বৈঠকেই চূড়ান্ত হবে এশিয়া কাপের দল।

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা হবে ‍দু’দিনের মধ্যে। কয়েকটা জায়গায় এখনও আটকে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। আর সেসব সমস্যা সমাধানে চলে এসেছেন কোচ চান্দিকা হাতুরুসিংহে।

বুধবার নিজের ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন চান্দিকা। ফলে, চলমান স্কিল ক্যাম্প নতুন করে প্রাণ পেয়েছে বৃহস্পতিবার থেকে। এর মধ্যে কোচের সাথে বৈঠকে বসবেন নির্বাচক প্যানেলও। আর এই বৈঠকেই চূড়ান্ত হবে এশিয়া কাপের দল।

সে হিসেবে, অধিনায়ক কে হবেন? সাত নম্বরের বিবেচনায় মাহমুদুউল্লাহ রিয়াদ আদৌ দলে থাকছেন কি না – সেটা আজই চূড়ান্ত হবে। এখন পর্যন্ত অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান।

আর বয়স ও ফিটনেস বিবেচনা করে এশিয়া কাপের দলে বিবেচনা করা হবে না রিয়াদকে। রিয়াদের চেয়ে বরং কোচের বিবেচনায় এগিয়ে থাকবেন সৌম্য সরকার ও শেখ মেহেদী হাসান।

অধিনায়ক নির্বাচনের দায়িত্ব আবার নিজে থেকে নিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেদিক থেকে, অধিনায়ক হিসেবে তিনি কাকে নির্বাচন করেছেন সেটাও জানতে হবে কোচ ও প্রধান নির্বাচককে।

এশিয়া কাপের জন্য দুই-একটা জায়গা ছাড়া মোটামুটি দলটা তৈরিই আছে। চান্দিকা নির্বাচকদের সাথে বসে কেবল ফাইন টিউনিং করবেন। তামিম ইকবালের বিকল্প ওপেনার হিসেবে কাকে নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে আলোচনা আছে।

এখানে তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান ও মোহাম্মদ নাঈম শেখের নাম আলোচনায় আছে। এশিয়া কাপের দলে যারা সুযোগ পাবেন না, তাঁদের পাঠানো হবে এশিয়ান গেমসে।

সেখানেও শক্তিশালী দলই পাঠাতে চান জাতীয় নির্বাচকরা। আবার এশিয়ান গেমস ও বিশ্বকাপ অনুষ্ঠিত হবে একই সময়ে। ফলে, এশিয়ান গেমসের দলে থাকা কাউকে পাঠানো যাবে না বিশ্বকাপে।

১২ আগস্ট, মানে আসছে শনিবারের মধ্যে এশিয়া কাপের স্কোয়াড জানাতে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি)। দল শ্রীলঙ্কা-পাকিস্তানে এশিয়া কাপ খেলতে রওনা দেবে আগামী ২৬ আগস্ট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...