বাউন্ডারি না হাঁকিয়েও রানের সচল চাকা

কখনো কখনো বাজে দিনে মারকুটে ব্যাটসম্যানরাও কোনো বাউন্ডারির দেখা পান না। নিজেদের সর্বোচ্চ চেষ্টা করলেও সেদিন যেন বাউন্ডারি অধরাই থেকে যায়।

মারকুটে ব্যাটিং এবং জমজমাট সব ম্যাচের সুবাদে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টে পরিণত হয়েছে আইপিএল। বিশ্বসেরা সব ব্যাটসম্যানরা এই টুর্নামেন্টে নিজেদের প্রতিভা তুলে ধরতে রীতিমতো মুখিয়ে থাকেন। তবে কখনো কখনো বাজে দিনে মারকুটে ব্যাটসম্যানরাও কোনো বাউন্ডারির দেখা পান না। নিজেদের সর্বোচ্চ চেষ্টা করলেও সেদিন যেন বাউন্ডারি অধরাই থেকে যায়। আসুন দেখে নেয়া যাক আইপিএলে কোনো বাউন্ডারি না হাঁকিয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান করা তিন ব্যাটসম্যানকে। 

  • রবীন্দ্র জাদেজা 

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে সবাই চেন্নাই সুপার কিংসের ঘরের ছেলে হিসেবেই জানেন। তবে আইপিএলে জাদেজার শুরুটা কিন্তু চেন্নাই নয়। বরং প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তিনি। তখনো জাদেজা আজকের দিনের পরাক্রমশালী অলরাউন্ডার হয়ে উঠেননি, পায়ের নিচের মাটিটা শক্ত করতে ব্যস্ত।

 

 

তাঁর প্রতিভা নিয়ে কখনোই সন্দেহ ছিল না, তবে সামর্থ্যের প্রমাণটা তখনো রাখতে পারেননি। ২০০৯ সালের এক ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক ম্যাচে ২৬ বলে ২২ রান করেন এই তারকা। সেই ম্যাচে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি তিনি। পুরো রানই নিয়েছিলেন দৌড়ে!

  • আয়ুশ বাদোনি

আইপিএলে নতুন দুই দল যুক্ত হবার সুবাদে বেশ কয়েকজন তরুণ প্রতিভা নিজেদের জানান দেবার সুযোগ পেয়েছেন। লখনৌ সুপার জায়ান্টসের তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান আয়ুশ বাদোনি তাঁদেরই একজন। ছোটখাটো গড়নের বাদোনিকে দেখে বুঝার উপায় নেই ইনিংসের শেষদিকে নেমে ছক্কা হাঁকাতে কতোটা পটু এই ব্যাটসম্যান।

 

২০২২ আইপিএলের দারুণ ফর্মটা টেনে এনেছিলেন এবাবের আসরে, প্রথম ম্যাচেই, এক চার এবং দুই ছক্কায় সাত বলে ১৮ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই চেন্নাই সুপার কিংসের লজ্জার এক রেকর্ডের সম্মুখীন হন তরুণ এই ব্যাটসম্যান। চেন্নাইয়ের বোলারদের সামনে এদিন যেন আবির্ভাব হয়েছিল ভিন্ন এক বাদোনির। ১৮ বলে ২৩ রান করার পথে কোনো বাউন্ডারিই হাঁকাতে পারেননি তিনি। 

  • মহেন্দ্র সিং ধোনি

তালিকায় তাঁর নামটি দেখেই সবাই চমকে উঠবেন। পুরো ক্যারিয়ারজুড়ে বাউন্ডারি হাঁকানোর সুবাদে যিনি বিখ্যাত, সেই মহেন্দ্র সিং ধোনিই কিনা কোনো ইনিংসে বাউন্ডারি হাঁকাতে পারেননি। এ কি বিশ্বাস করা যায়! আশ্চর্যজনক হলেও সত্যি, আইপিএলে কোনো বাউন্ডারি না হাঁকিয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দখলে।

২০০৯ আইপিএল মৌসুমের সেমিফাইনালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সবাইকে অবাক করে তিনে ব্যাটিং করতে নামেন ধোনি। কিন্তু ৩০ বলে ২৮ রান করার পথে কোনো চার কিংবা ছক্কা হাঁকাতে পারেননি এই মারকুটে ব্যাটসম্যান।  

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...