Social Media

Light
Dark

শাকিরাকে বাড়িছাড়া করেছেন পিকের বাবা

‘শেষ হয়েও হইলো না শেষ’ -এই কথাটিই যেন আপাতত সবচেয়ে বেশি প্রযোজ্য সাবেক তারকা জুটি জেরার্ড পিকে ও শাকিরার জন্য। বিচ্ছেদের দীর্ঘদিন পরেও যেন দুইজনের সম্পর্কের আলোচনা শেষই হচ্ছে না। পিকের পরকীয়ার জের ধরে তাঁর সাথে সম্পর্ক ছেদ করা শাকিরাও যেন ক্ষমাই করতে পারছেন না তাঁর প্রাক্তনকে। আর ক্ষমা করতে পারবেনই বা কি করে! শাকিরার অভিযোগ বার্সেলোনার বাড়ি থেকে তাকে একপ্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন পিকের বাবা।

কিছুদিন আগেই নতুন প্রেমিকার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে নতুন সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে জানান পিকে। পিকের এই বিশ্বাসঘাতকতা কিছুতেই মেনে নিতে পারেননি শাকিরা। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁচা দিয়েছেন তাঁর প্রাক্তনকে। এমনকি ‘কিল মাই এক্স’ শিরোনামে শাকিরার গান গাওয়ার ভিডিও বেশ ভাইরাল হয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি আবারো তাঁর প্রাক্তনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করেছেন শাকিরা। পিকের সাথে সংসার করার সময় স্পেনের বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন এই কলম্বিয়ান পপ তারকা। এবার কাতালুনিয়া ছাড়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তাই লিখেছেন শাকিরা। তাঁর সন্তানদের ভালোর জন্যই স্পেন ছেড়েছেন বলে জানান তিনি। এছাড়াও স্পেনে তাঁর ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেননি শাকিরা।

ইন্সটাগ্রামে নিজের বার্তায় বার্সেলোনা শহরকে ধন্যবাদ জানিয়ে শাকিরা লেখেন, ‘বন্ধুত্ব ভালোবাসার চেয়ে বেশিদিন টিকে’ – এই জিনিসটি তাকে শিখিয়েছে এই শহর। এই বার্তার মাধ্যমে পিকেকেই আদতে কটাক্ষ করেছেন শাকিরা।

কিন্তু শাকিরার স্পেন ছাড়ার আরেকটি অন্যতম কারণ ছিলো পিকের বাবার আচরমণ। স্প্যানিশ একটি গণমাধ্যম জানাচ্ছে, বার্সেলোনায় শাকিরা ও পিকের বাড়িটি ছাড়ার জন্য শাকিরাকে নোটিশ পাঠান পিকের বাবা। এই তারকা দম্পতির বিচ্ছেদের পর পিকের বাবার কাছেই ছিলো এই বাড়ির দায়িত্ব। পপ সম্রাজ্ঞী শাকিরা মনে করছেন তাকে এক প্রকার গলা ধাক্কা দিয়েই বের করে দেয়া হয়েছে সেই বাড়ি থেকে।

জেরার্ড পিকের বাবা জোয়ান পিকে শাকিরাকে উচ্ছেদ করার নোটিশ পাঠিয়ে এপ্রিলের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। অন্যথায় শাকিরাকে বিপুল পরিমাণ জরিমানা করা হবে বলেও হুমক দেন। প্রাক্তন শ্বশুড়ের এমন কাজে অপমানিত বোধ করেছেন শাকিরা। তাই সন্তানদের দ্রুতই স্পেন ছেড়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link