এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি

মাশরাফিকে এবার মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) দিয়েছে আজীবন সদস্যপদ। এমসিসি মূলত ক্রিকেটের সকল ধরণের আইন প্রণেতাকারী সংগঠন। 

ধুকতে ধুকতে আহত বাঘ হয়ে তিনি বারবার ফিরে এসেছেন বাংলাদেশের ক্রিকেটে। হাটুর ইনজুরি নিয়ে নেতৃত্ব দিয়েছেন দেশের ক্রিকেটকে। বাংলাদেশের ক্রিকেটের একটা নবজাগরণের পথিকৃৎ তিনি। সেই মাশরাফি বিন মর্তুজা পেলেন আন্তর্জাতিক সম্মাননা। যা তাঁকে বানিয়েছে টাইগার ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার।

মাশরাফি বিন মর্তুজা, নির্দ্বিধায় তিনি এদেশের ক্রিকেটের এক সমগ্র ইতিহাসের প্রধান চরিত্র। তিনি বারবার ছিটকে গেছেন। উঠে দাঁড়িয়েছেন। কলারটা উঁচু করে অনুজদের ভরসা জুগিয়েছেন। মাশরাফিকে এবার মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) দিয়েছে আজীবন সদস্যপদ। এমসিসি মূলত ক্রিকেটের সকল ধরণের আইন প্রণেতাকারী সংগঠন।

নতুন এই তালিকায় কেবল ১৯ জন ব্যক্তিকে দেওয়া হয়েছে এমসিসির সদস্যপদ। সে তালিকায় আট টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়রা রয়েছেন। এছাড়াও দুই ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন। টাইগার ক্রিকেটকে সমৃদ্ধ করতে মাশরাফি চেষ্টা চালিয়েছেন। তবে নিজের ক্যারিয়ারটা খুব বেশি বর্ণিল করবার সুযোগ তিনি পাননি। তবুও এই সম্মাননা তিনি শতভাগ প্রাপ্য।

বাংলাদেশ ক্রিকেটে পুরো চিত্রনাট্য বদলে তিনি সম্মুখসারিতে থেকেছেন, রেখেছেন ভূমিকা। তাছাড়া নতুন প্রজন্মের ক্রিকেটারদের বিশাল বড় এক অনুপ্রেরণার জায়গাও তিনি। তাইতো বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এমসিসির আজীবন সদস্য পদ পেয়েছেন তিনি। ক্রিকেটে অগ্রযাত্রা ও প্রসারে অবদান রাখা ব্যক্তিদেরই ঠাই হয়েছে এমসিসির সদস্যপদের তালিকায়।

সেই তালিকায় ইংল্যান্ড ও ভারতের পাঁচজন করে ক্রিকেটার রয়েছেন। যদিও বাংলাদেশের হয়ে এমসিসির সদস্যপদ পাওয়ার দিক থেকে মাশরাফি প্রথম নন। টাইগার ক্রিকেটের সাবেক দুই সংগঠক এমসিসির সদস্যপদ পেয়েছিলেন এর আগেও। সেদিক থেকে প্রথমে আছেন প্রয়াত রাইসউদ্দিন আহমেদ। তিনি ছিলেন বিসিবির সাবেক সহ-সভাপতি। এরপর বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরিকেও দেওয়া হয়েছিল আজীবন সদস্যপদের সম্মাননা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...