ডিআরএস কি আসলেই ধোনি রিভিউ সিস্টেম?

লম্বা সময় ধরে এই কিংবদন্তির ওপর নির্ভর করেছে ভারত, উইকেটকিপিং এবং ডিআরএসের জন্য কোহলি, রোহিতদের কাছে তাঁর মূল্য ছিল অপরিসীম। এখন সেই জায়গাটায় আছেন ঋষাভ পান্ত, তাঁকে নিয়ে অবশ্য আশাবাদী অনিল চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকেই পান্ত ডিআরএসের সিদ্ধান্ত গ্রহণ এবং গেম অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি করছেন।

ডিআরএস, ডিসিশন রিভিউ সিস্টেম – কিন্তু অনেকেই ডিআরএস বলতে ধোনি রিভিউ সিস্টেম বোঝেন। যার মানে ধোনির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আম্পায়ারের সিদ্ধান্তকে যদি তিনি চ্যালেঞ্জ করেন তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হবেই। কথাটা মিথ্যে না, ডিআরএস নেওয়ার ক্ষেত্রে তাঁর নিপুণতা সবার জানা আছে।

কিন্তু মহেন্দ্র সিং ধোনি কি আসলেই শতভাগ সফল? এমন প্রশ্নও নিশ্চয়ই জাগে ক্রিকেটপ্রেমীদের মনে। সেই কৌতূহল মিটিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার অনিল চৌধুরী নিজেই। শুভঙ্কর মিশ্রার ইউটিউব চ্যানেলে কথা বলার সময় এ ব্যাপারে মতামত জানিয়েছেন তিনি।

অনীল চৌধুরী বলেন, ‘ধোনি সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এটা কিন্তু সত্য নয়। কখনো কখনো সেও ভুল করে। কিন্তু সে অনেক ভাল বুঝতে পারে, খেলাটা সম্পর্কে ভাল জ্ঞান আছে। তাই তাঁর অধিকাংশ সিদ্ধান্ত সঠিক হয়।’

তিনি আরও বলেন, ‘বলের ওপর চোখ রাখার ক্ষেত্রে উইকেটরক্ষকের পজিশন সবচেয়ে সুবিধাজনক। তাঁরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং মনোযোগ দিয়ে বলের গতিপথ অনুসরণ করতে পারে। অনেক ভাল ভাল আম্পায়ার মাঝে মাঝে উইকেটরক্ষকের মুভমেন্ট দেখেও সিদ্ধান্ত গ্রহণ করেন।’

যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা চারদিকে, সেই ক্যাপ্টেন কুল তিনি চাইলেই কি সিদ্ধান্ত নেয়ার পথ বেছে নিতে পারেন – এমন প্রশ্নে এই অভিজ্ঞ আম্পায়ার বলেন, ‘তাঁর অ্যাকুরেসি শতভাগের কাছেই। অনেক সময় সে বাকিদের আবেদন করা থেকে থামায়। আমার মনে হয়, তাঁর যদি সাত ঘন্টা মাঠে থাকার প্রস্তুতি থাকে তাহলে সে আম্পায়ার হতে পারবে৷’

লম্বা সময় ধরে এই কিংবদন্তির ওপর নির্ভর করেছে ভারত, উইকেটকিপিং এবং ডিআরএসের জন্য কোহলি, রোহিতদের কাছে তাঁর মূল্য ছিল অপরিসীম। এখন সেই জায়গাটায় আছেন ঋষাভ পান্ত, তাঁকে নিয়ে অবশ্য আশাবাদী অনিল চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকেই পান্ত ডিআরএসের সিদ্ধান্ত গ্রহণ এবং গেম অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি করছেন।

Share via
Copy link