Social Media

Light
Dark

সালাহ-লিভারপুল বিচ্ছেদ?

সাত আসমানে উড়ছেন তিনি মৌসুমের শুরু থেকেই। এর মাঝে ম্যানচেস্টারে গিয়ে হারিয়ে আসলেন খোদ ইউনাইটেডকেও, গোলও করলেন। এর মাঝেও শোনালেন বিষাদের গান। জানালেন, লিভারপুল অধ্যায়টার ইতি ঘটতে যাচ্ছে।

সাত আসমানে উড়ছেন তিনি মৌসুমের শুরু থেকেই। এর মাঝে ম্যানচেস্টারে গিয়ে হারিয়ে আসলেন খোদ ইউনাইটেডকেও, গোলও করলেন। এর মাঝেও শোনালেন বিষাদের গান। জানালেন, লিভারপুল অধ্যায়টার ইতি ঘটতে যাচ্ছে।

ads

মিশরের স্ট্রাইকার স্কাই স্পোর্টসকে জানান নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি বলেন, ‘খুব ভালো একটা গ্রীষ্ম কেটেছে আমার, লম্বা একটা সময় ধরে নিজেকে নিয়ে এবং ইতিবাচকভাবে ভাবতে পেরেছি। আপনারা জানেন, এই ক্লাবে এটাই আমার শেষ বছর।’

বাকি সময়টা ক্লাবের হয়ে উপভোগ করতে চান সালাহ। বললেন, ‘আমি শুধু বাকি সময়টা উপভোগ করতে চাই। এসব নিয়ে ভাবতে চাই না এই মুহূর্তে। মনে হচ্ছে, আমার মনোযোগ কেবলই ফুটবলে, আর এখন খেলায় কোনো বাঁধা নেই। আগামী বছর কী হয়, দেখা যাবে।’

ads

৩২ বছর বয়সী সালাহ একটু অভিমানীও বটে। সেটা বুঝতে তাঁর মুখের কথাই যথেষ্ট, ক্লাবের কেউ এখনও আমার সঙ্গে চুক্তি নিয়ে কথা বলেনি। তাহলে ঠিক আছে, আমি এখানে আমার শেষ মৌসুম খেলব। মৌসুম শেষে দেখা যাবে, কী হয়। বিষয়টা আমার ওপর নির্ভর করছে না।’

বোঝাই যাচ্ছে, নিজের চুক্তির ব্যাপারটা ক্লাবের হাতেই ছেড়ে দিয়েছেন সালাহ। ম্যানেজমেন্টের ওপর যথেষ্ট বিরক্তও তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৫৬ মিনিটে সালাহ দলকে তৃতীয় লিড এনে দেন।

অলরেডদের হয়ে বেশ সমৃদ্ধ ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। ক্লাবটির হয়ে ৩৫২ ম্যাচ খেলে ২১৪টি গোল করেছেন সালাহ। সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ৯২টি। একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ জিতেছেন এই মিশরীয় গ্রেট।

Share via
Copy link