ইব্রাহিম জদরান, পাকিস্তান বধের নিরব ভক্ষক

৪ ম্যাচ পেরিয়ে গিয়েছে। কিন্তু কোনো ইনিংসেই যেন ইব্রাহিম চেনা ছন্দের প্রতিফলন নেই। একটা ইনিংসেও পেরোতে পারেননি ৩০ রান। তবে ইব্রাহিম নিজের ব্যর্থতার রশিটা বেশিদূর টানতে দিলেন না। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের জাত চেনালেন এ ব্যাটার।

বিশ্বকাপের বৈশ্বিক মঞ্চ। চাপটা অনুমেয়ভাবেই থাকে বেশি। আর সেই চাপ নুয়ে পড়েন অনেক প্রতিভাবান ক্রিকেটার।চলতি বছরে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন আফগানিস্তানের ইব্রাহিম জদরান। ১১ ম্যাচে ৪ ফিফটি আর ১ সেঞ্চুরিতে দারুণ ফর্ম নিয়ে বিশ্বমঞ্চে পা রেখেছিলেন আফগান এ ব্যাটার।

তবে বৈশ্বিক এ আসরে এসেই যেন সেই ঝরে পড়া প্রতিভারূপী হয়েই ধরা দিচ্ছিলেন ইব্রাহিম জদরান৷ ৪ ম্যাচ পেরিয়ে গিয়েছে। কিন্তু কোনো ইনিংসেই যেন ইব্রাহিম চেনা ছন্দের প্রতিফলন নেই। একটা ইনিংসেও পেরোতে পারেননি ৩০ রান। অথচ এ বছরে প্রায় প্রতি ২ ম্যাচ অন্তর পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন তিনি।

তবে ইব্রাহিম নিজের ব্যর্থতার রশিটা বেশিদূর টানতে দিলেন না। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের জাত চেনালেন এ ব্যাটার। খেললেন ৮৭ রানের ইনিংস। আর সেই ইনিংসই আফগানিস্তানকে দেখিয়েছে জয়ের পথ।

পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যটা মোটেই সহজ ছিল না আফগানিস্তানের জন্য। অন্তত পাকিস্তানের বোলিং লাইন আপ বিবেচনায় সেই লক্ষ্যকে টপকানো বেশ কঠিনই বটে। তবে আফগানদের কাজটা সহজ করে দিয়েছে গুরবাজ-ইব্রাহিম জদরান জুটি।

এক প্রান্ত থেকে গুরবাজ অবলীলায় বল পাঠিয়েছেন বাউন্ডারি প্রান্তে। আর অন্য প্রান্ত থেকে রয়েশয়ে ব্যাটিং করে আফগানিস্তানের লক্ষ্যটাকে সমুন্নত করার দিকে চোখ রেখেছিলেন ইব্রাহিম জদরান। আর এ দুই ব্যাটারের ১৩০ রানের জুটিতে ম্যাচ জয়ের একটা পথ পেয়ে যায় আফগানিস্তান।

আফগানিস্তান শেষ পর্যন্ত সেটি করেছে। পাকিস্তানের বিপক্ষে পেয়েছে ৮ উইকেটের জয়। আর ঐতিহাসে সে জয়ে ব্যাটিং অর্ডারে প্রতিপক্ষের জন্য নিরব ভক্ষকের ভূমিকায় ছিলেন ইব্রাহিম জদরান। ৮৭ রানের ইনিংস সাজিয়েছেন ১০ চারে। আর সে ইনিংস খেলার পথে বল খেলেছেন ১১৩ টি।

সেঞ্চুরির পথে হেঁটেও শেষমেষ নিজের ইনিংসকে তিন অঙ্কে রূপ না দিতে পারার আক্ষেপ হয়তো ঠিকই আছে ইব্রাহিমের। তবে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয়ের ঐতিহাসিক মুহূর্ত মঞ্চায়নের নেপথ্যে ছিলেন তো এই আফগান ব্যাটারই।

অবশ্য এ দিন ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে আরো একটি রেকর্ড গড়েছেন ইব্রাহিম। আফগানিস্তানের হয়ে সবচেয়ে কম ইনিংসে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি৷ ওয়ানডে ক্যারিয়ারে সহস্র রানের এ মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে মাত্র ২৪ টি ইনিংস।

ইব্রাহিমের চেনা ছন্দে ফেরা। একই সাথে ইংল্যান্ডের পর এবার আফগানিস্তানের পাকিস্তানবধ। ৩ বিশ্বকাপের পথচলায় সেরা বিশ্বকাপটা আফগানরা কাটাচ্ছে এবারই। আর সেই যাত্রায় আফগানিস্তানের যেন এক স্বপ্ন সারথি হয়ে উঠেছেন ইব্রাহিম জদরান।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...