Social Media

Light
Dark

অতি-আত্মবিশ্বাসী পাকিস্তানে আইসিসির বাড়তি সংশয়

চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য সুতোয় ঝুলছে; একদিকে ভারত পাকিস্তানে দল না পাঠানোর কথা বলছে, অন্যদিকে পাকিস্তান নিজেদের দেশে পুরো টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। এমন অবস্থায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলতে গেলে উপযুক্ত কোন সমাধানই খুঁজে পাচ্ছে না। তবে ভারতের চাপের মুখেও পাকিস্তানের আত্মবিশ্বাসী মনোভাব তাঁদের বিস্মিত করেছে।

ভারতের অংশগ্রহণ অনিশ্চিত হওয়া সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিকল্প কোন ব্যবস্থার কথা ভাবছে না। বরং পূর্বের সূচি অনুযায়ী ১৯ই ফেব্রুয়ারি থেকেই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে তাঁরা।

পিসিবি মূলত আশাবাদী যে, আইসিসি ভারতকে শেষমেশ রাজি করাতে পারবে দল পাঠানোর জন্য। কিন্তু আইসিসির অভ্যন্তরীণ সূত্র বলছে, ভারত সরকারকে এই ব্যাপারে রাজি করানো বেশ কঠিন হবে। তাই তো নিরপেক্ষ কোন ভেন্যুতে কিছু ম্যাচ আয়োজন করার জন্য বাড়তি বাজেট দিতেও প্রস্তুত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গত এশিয়া কাপেও প্রায় একই পরিস্থিতি দেখা দিয়েছিল। বাধ্য হয়ে পাকিস্তানকে দ্বারস্থ হতে হয়েছে শ্রীলঙ্কার, ভারতের সব ম্যাচসহ টুর্নামেন্টের বড় একটি অংশ সেখানেই অনুষ্ঠিত হয়েছিল। যদিও সেই অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না পিসিবির জন্য।

এবার তাই এমন কিছুর পুনরাবৃত্তি চায় না তাঁরা। সেজন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির স্রেফ ছয় মাস বাকি থাকলেও সংযুক্ত আরব আমিরাত বা লঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনাও করেনি। বিকল্প কোন পরিকল্পনা না করে বরং নিজেদের প্রস্তুতি সম্পন্ন করার দিকেই মনোযোগ তাঁদের।

এমতাবস্থায় শেষ মুহূর্তে যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করে তাহলে আইসিসিকে বিশাল আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে। এখন দেখার বিষয় বিসিসিআই, আইসিসি এবং পিসিবি সমস্যার কি সমাধান খুঁজে বের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link