জাতীয় দলে হেনস্থার শিকার ইমাম!

নি:সন্দেহে পরিসংখ্যান বিবেচনায় ইমাম একজন উচ্চমানের ব্যাটার। যার করা মন্তব্যেরও তাই নেট পাড়ায় রয়েছে এক আলাদা মর্যাদা।

পাকিস্তান ক্রিকেট দলের ওপর অভিযোগের কোনো শেষ নেই। এবার ব্যাটার ইমাম উল হকের পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রতি বেশ কিছু অভিযোগ ছুঁড়ে দিলেন। সাবেক পাক অধিনায়ক ইনজামাম উল হকের ভাতিজার করা এ অভিযোগে নেট পাড়ায় চলছে ব্যাপক শোরগোল।

সম্প্রতি দেশীয় টিভি চ্যানেল জিও নিউজে এমনটি জানিয়েছেন ২৮ বছর বয়সী এ ব্যাটার। যার ভিডিও এক্স নামক (সাবেক টুইটার) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানেই উপস্থাপক তাবিশ হাশমি ইমামকে ছুঁড়ে দেন এক প্রশ্ন যে তিনি দলে, দলের অসদাচরণে পড়েন কিনা। যার ‘হ্যাঁ’ সূচক জবাব দেন পাকিস্তানি এই ওপেনার।

সবশেষ ইমাম কে দলে দেখা গেছে ২০২৩ এর ডিসেম্বর মাসে মেলবর্নে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে। সেই টেস্ট-সহ ক্যারিয়ারে তার ২৪ টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। যেখানে ৩৭.৩৩ গড়ে তার সংগ্রহ ১৫৬৮ রান। যার মাঝে আছে তিন শতক আর নয় অর্ধ-শতক।

ইমামের ওয়ানডে ক্যারিয়ারেও রয়েছে বেশ ভাল রেকর্ড। যেখানে ৭২ ম্যাচে ৪৮.২৭ গড়ে তার রান ৩১৩৮। যার মাঝে নয় শতক আর বিশটি অর্ধ-শতক।

এছাড়াও অনুষ্ঠানে তাকে চাচা ইনজামাম উল হককে নিয়েও এক প্রশ্ন করা হয়। যেখানে জিজ্ঞাসা করা হয় যে তিনি মিসবাহ উল হকের চেয়ে ভাল অধিনায়ক কিনা। ইমাম সেক্ষেত্রেও বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁর চাচাকেই এগিয়ে রাখেন।

এরপর তাবিশ কিছুটা মজা করেই ইমামকে বাবরের ব্যাপারে প্রশ্নবান ছুঁড়ে দেন। যেখানে তিনি জিজ্ঞাসা করেন যে বিবাহের উদ্দেশ্যে ওপেনিং থেকে নেমে যাবেন কিনা? নিজের চিরচেনা ওপেনিং সাথীর ব্যাপারে করা এ প্রশ্নে বেশ দৃঢ় মাথা নারেন বাঁ-হাতি এই ওপেনার।

নি:সন্দেহে পরিসংখ্যান বিবেচনায় ইমাম একজন উচ্চমানের ব্যাটার। যার করা মন্তব্যেরও তাই নেট পাড়ায় রয়েছে এক আলাদা মর্যাদা।

Share via
Copy link