রিজওয়ান-রউফ ও ইমরানের রাজনীতি

১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাজনীতির সাথে জড়িত হলেও ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে পারেন না। তাঁর রাজনৈতিক মত বিনিময়েও তাই ক্রিকেট থাকবে। এমনই এক অনানুষ্ঠানিক মত বিনিময়কালে পেসার হারিস রউফকে ‘দুর্দান্ত বোলার’ হিসেবে অভিহিত করেন ইমনা।

আক্ষরিক অর্থেই হারিস রউফকে প্রশংসার বানে ভাসিয়েছেন তিনি। বানিগালা অঞ্চলে যাওয়ার সময় দারা ইসমাইল খানে তার হেলিকপ্টার জরুরি অবতরণ করলে, সাবেক এই অলরাউন্ডার স্থানীয় আদিয়ালা গ্রামের বাসিন্দাদের সাথে আলাপচারিতায় অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আলাপকালে ৭০ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার স্থানীয়দের কাছে তাদের প্রিয় ক্রিকেটার ও নিজের পছন্দের ক্রিকেটারদের নিয়ে তাদের মনোভাব জানতে চেয়েছিলেন। এক পর্যায়ে ইমরান খান বলেন , ‘হারিস রউফ একজন দারুন বোলার।’

সাম্প্রতিক সময়ে দলের মূল বোলার শাহীন শাহ আফ্রিদি ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন রউফ। এখনও টেস্ট ক্রিকেটে অভিষেক না হলেও ওয়ানডে আর টি-টোয়েন্টিতে নিজেকে দারুন ভাবে প্রমাণ করে যাচ্ছে ডানহাতি এই দ্রুতগতির বোলার।

১৫ ওয়ানডেতে ২৫.৩৮ গড় ও ৫.৮ ইকোনমিতে ২৯ উইকেট আর ৪৯ টি-টোয়েন্টিতে ২৩.৪২ গড় ও ৮.৩১ ইকোনমিতে ৬২ উইকেট ইমরান খানের প্রশংসার যথার্থতা প্রকাশ করে। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ও চলমান নিউজিল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজে হারিস পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছে।

কথোপকথনের এক পর্যায়ে এক ক্রিকেট ভক্তকে মোহাম্মদ রিজওয়ানের ধীরগতির ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায়।পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে হারার পর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং স্টাইল নিয়ে সমালোচনার শুরু হয়।

সমালোচকদের মতে , রিজওয়ান ব্যাট হাতে দারুন কিছু স্কোর করলেও তার ব্যাটিংয়ের ধরন টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে মানানসই নয়, অতিরিক্ত ডট বল খেলার কারণে এই ধরনের ব্যাটিং প্রায়ই পাকিস্তানকে ম্যাচে পিছিয়ে দিচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link