ভারত-অস্ট্রেলিয়া, টেস্ট মহারণের মুকুট কার?

টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণের নতুন প্রথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। চাইলে এখানে ভারতকেই সবচেয়ে সফল বলা যায়। কারণ, টানা দ্বিতীয়বারের মত তাঁরা এই আসরের ফাইনাল খেলার অপেক্ষায় আছে।

টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণের নতুন প্রথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। চাইলে এখানে ভারতকেই সবচেয়ে সফল বলা যায়। কারণ, টানা দ্বিতীয়বারের মত তাঁরা এই আসরের ফাইনাল খেলার অপেক্ষায় আছে।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, যারা কি না যখন যা খেলে তাতেই থাকে ফেবারিট। পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ আর একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। আইসিসি ইভেন্টের বিবেচনায় সবচেয়ে সফল দল তাঁরাই। তবে, এবারই প্রথমবারের মত টেস্ট শিরোপার দুয়ারে দাঁড়িয়ে আছে।

তাহলে কে জিতবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর? ভারত নাকি অস্ট্রেলিয়া? এই প্রশ্নের উত্তর জানার আগে বেশ একটু লম্বা পথই পাড়ি জমাতে হবে।

ইংল্যান্ডের মাটিতে ফাইনাল হওয়ায় সেখানকার কন্ডিশনকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার মতে, ডিউক বল এবং প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পেস আক্রমণ শক্তিশালী হওয়ায় ওভালের ভেন্যুতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে। তবে এই চ্যালেঞ্জ গ্রহনে তার দল প্রস্তুত বলেও জানান রোহিত।

টেস্ট বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমি মনে করি, ব্যাটারদের জন্য ইংল্যান্ডের আবহাওয়া চ্যালেঞ্জিং। কিন্তু যত বেশি এবং ভাল প্রস্তুতি নেয়া যায়, সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে।’

রোহিত মনে করেন ইংল্যান্ডে পরিস্থিতি বুঝে খেলতে পারাটা জরুরি। তিনি বলেন, ‘ইংলিশ কন্ডিশনে আপনাকে বুঝতে হবে, কখন বোলারদের আক্রমণ করতে হবে আর কখন চুপ থাকতে হবে। সেভাবেই এটার জন্য আপনার প্রস্তুত হওয়া উচিৎ। সবথেকে গুরুত্বপূর্ণ হল, আপনাকে উইকেটে থাকতে হবে।’

ওভালে বুধবার শুরু হবে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেরও ফাইনালে উঠেছিল ভারত। ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়া ঐ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে সেরা দল হয়েই ফাইনালে উঠে অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলে ১৯ ম্যাচে ৬৬ দশমিক ৬৭ শতকরা পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকে অজিরা। সেরার তকমা নিয়ে প্রথমবারের মত টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। বহুবার আইসিসির ইভেন্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপের ফাইনাল খেলেছে অজিরা।

ফাইনাল শেষ হবার পরপরই ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শুরু করবে অস্ট্রেলিয়া। কিন্তু এখন টেস্ট ফাইনালের দিকেই মনোযোগ অস্ট্রেলিয়ার। অফ স্পিনার নাথান লিঁও বলেন, ‘হ্যাঁ, আমরা অ্যাশেজ খেলবো।তবে, তার আগে আমাদের একটি বড় খেলা আছে, সেটির জন্য প্রস্তুত হতে হবে। এটা আমাদের জন্য বড় সুযোগ। আর থেকেই আমাদের মৌসুম শুরু হবে।’

এ বছরের শুরুতে ভারতের মাটিতে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো অস্ট্রেলিয়া। ঐ সিরিজের ফল টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে কোন প্রভাব ফেলবে না মনে করেন লিঁও। তিনি বলেন, ‘ভারতে যা কিছু ঘটেছে সবকিছু ভুলে যেতে হবে। দুই দলই বেশ সুসংগঠিত। এটা সত্যিই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

কোন প্রস্ততি ম্যাচ ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ফাইনালটি হবে অজিদের জন্য অ্যাশেজের প্রস্তুতি। যদিও, ফাইনাল নিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে খুশি লিঁও।

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের অবস্থানে আমরা খুশি। আমরা বুঝতে পারছি আমরা কোথায় আছি এবং এটি ঠিক আছে। ফাইনালের অংশ হতে পারা রোমাঞ্চকর ও পার্শবর্তী সবকিছুই অনেক বেশি বিশেষ কিছু।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...