সহজ ম্যাচ কঠিন করে জিতলো ভারত

১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট করতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহল। ওপেনিং জুটিতেই আসে ৫০ রান। এরপর দলীয় ৫০ রানে ব্যক্তিগত ১৫ রানে মিশেল স্যান্টনারের শিকার হয়ে বিদায় নেন রাহুল।

বিশ্বকাপের পর দুই দলেরই প্রথম আন্তর্জাতিক সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভার‍ত ও নিউজিল্যান্ড। ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় ও অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পথচলার প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দারুন জয়ে সিরিজ শুরু করলো ভারত।

১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট করতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহল। ওপেনিং জুটিতেই আসে ৫০ রান। এরপর দলীয় ৫০ রানে ব্যক্তিগত ১৫ রানে মিশেল স্যান্টনারের শিকার হয়ে বিদায় নেন রাহুল। তবে একপ্রান্তে ঝড় অব্যহত রাখেন রোহিত। আর তাঁর সাথে যুক্ত হন সুরিয়াকুমার যাদব।

দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে গড়েন ৪৯ বলে ৫৯ রানের অসাধারণ এক জুটি। এরপর দলীয় ১০৯ রানে ৩৬ বলে ২ ছক্কা ও ৫ চারে ৪৮ রানের অসাধারণ এক ইনিংসের পথে ট্রেন্ট বোল্টের শিকার হয়ে বিদায় নেন রোহিত। একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে সুরিয়াকুমার তুলে নেন অনবদ্য এক ফিফটি। এরপর জয়ের দ্বারপ্রান্তে গিয়ে ট্রেন্ট বোল্টের আঘাতে বোল্ড হয়ে ফিরেন সুরিয়া। ৪০ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬২ রানে আউট হন সুরিয়া।

৪ ওভারে দরকার ছিলো মাত্র ২৪ রানের! সাউদি, বোল্টদের বোলিং নৈপুণ্যে শেষ ওভারে ভারতের দরকার ছিলো ১০ রান, হাতে তখনো ৬ উইকেট। পান্তের ব্যাটে দারুন এক বাউন্ডারিতে ২ বল বাকি থাকতে শ্বাসরুদ্ধকর এক জয় পায় ভার‍ত।

এর আগে জয়পুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভুবনেশ্বর কুমারের আউটস্যুইংয়ে বোল্ড হয়ে গোল্ডেন ডাকে ফিরেন ড্যারেল মিশেল। এরপর মার্ক চাপম্যানকে নিয়ে ভীত গড়েন মার্টিন গাপটিল। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ৭৭ বলে ১০৯ রানের দুর্দান্ত এক জুটি। শুরুর ধাক্কা সামলে নিয়ে দু’জনের ব্যাটে বড় সংগ্রহের দিকেই এগোয় নিউজিল্যান্ড।

একপ্রান্তে অসাধারণ ব্যাটিং করে চাপম্যান তুলে নেন ব্যক্তিগত ফিফটি। এরপর দলীয় ১১০ রানে অশ্বিনের শিকার হয়ে ৫০ বলে ২ ছক্কা ও ৬ চারে ৬৩ রানে ফিরেন চাপম্যান। একই ওভারে রানের খাতা খোলার আগেই আউট গ্লেন ফিলিপস। এরপর টিম সেইফার্টকে নিয়ে এগোতে থাকেন গাপটিল। দায়িত্বশীল এক ইনিংসের পথে গাপটিল তুলে নেন অসাধারণ এক ফিফটি।

দলীয় ১৫০ রানে গাপটিল ফিরলে রানের গতি থমকে যায় নিউজিল্যান্ডের। দিপক চাহার, ভুবনেশ্বর কুমারের স্লোয়ার ভেলকিতে থিতু হতে পারেননি টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্ররাও। গাপটিলের ৪২ বলে ৭০ রানে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ভার‍তের পক্ষে অশ্বিন ও ভুবনেশ্বর কুমার শিকার করেন দু’টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

নিউজিল্যান্ড – ১৬৪/৬ (২০ ওভার); গাপটিল ৭০(৪২), চাপম্যান ৬৩(৫০), সেইফার্ট ১২(১১); ভুবনেশ্বর ৪-০-২৪-২, অশ্বিন ৪-০-২৩-২, সিরাজ ৪-০-৩৯-১।

ভার‍ত – ১৬৬/৫ (১৯.৪ ওভার); সুরিয়া ৬২(৪০), রোহিত ৪৮(৩৬), পান্ত ১৭(১৭), রাহুল ১৫(১৪); বোল্ট ৪-০-৩১-২, স্যান্টনার ৪-০-১৯-১।

ফলাফলঃ ভারত ৫ উইকেটে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...