বৃষ্টির মাঝেই জয় পেল জাসপ্রীতের ভারত

জাসপ্রীত বুমরাহকে শেষ কবে দেখেছেন খেলতে সেটা হয়তো আপনি ভুলে গিয়েছেন। তাতে অবশ্য কিছু যায় আসে না, কারণ আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে ইতোমধ্যে মাঠের ছেলে মাঠে ফিরেছে। শুধু প্রত্যাবর্তন নয়, এই পেসারের অধিনায়কত্বের অভিষেকও হয়েছে এই ম্যাচে। অভিষেক ম্যাচ রাঙিয়েছেন তিনি জয় দিয়ে।

সেই সাথে আইপিএলের ‘মিস্টার ফিনিশার’ রিঙ্কু সিং এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন। স্বাভাবিকভাবেই আইরিশদের বিপক্ষে এই লড়াইয়ে আগ্রহ ভরা নজর ছিল অনেকের। অবশ্য মাঝপথে বৃষ্টি বাগড়ায় পুরো ম্যাচ গড়ায়নি মাঠে, তবে যতটুকু গড়িয়েছে সেটিই ফলাফল নির্ধারণের জন্য যথেষ্ট ছিল।

ডিএলএস মেথডে দুই রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। নিজের ক্যাপ্টেন্সির অভিষেকে জয় আর দীর্ঘ অপেক্ষা শেষে প্রত্যাবতর্নেই দুর্দান্ত বোলিং – সবমিলিয়ে ডাবলিনে প্রথম টি-টোয়েন্টি নিজের মত করেই রাঙিয়ে রাখলেন বিশ্বের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ।

টসে জিতে অবশ্য আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ভারতের নবাগত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। লম্বা সময় পর ভারতের জার্সিতে বোলিং শুরু করা বুমরাহ প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন। এরপর পল স্টার্লিং আর হ্যারি টেক্টর প্রাথমিক প্রতিরোধ গড়লেও সেটা টেকেনি রবি বিষ্ণুইয়ের স্পিনের সামনে।

ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিণ বোলিংয়ে একে একে ফিরে যান টকার, স্টার্লিং, ডকরেলরাও। মাত্র ৬.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আয়ারল্যান্ডকে শেষমেশ পথ দেখিয়েছেন কার্টিস ক্যাম্পার আর বেরি ম্যাককার্থি। ক্যাম্পার ৩৩ বলে ৩৬ করেছেন, অন্যদিকে ম্যাককার্থি ৩৩ বলে তুলেছেন ৫১ রান।

দুজনের সময়োপযোগী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত বিশ ওভারে ১৩৯ রান সংগ্রহ করেছে আইরিশরা। বুমরাহ এর পাশাপাশি, বিষ্ণুই আর প্রদীস কৃষ্ণাও নিয়েছেন দুইটি করে উইকেট। অন্যদিকে আর্শ্বদীপ শিকার করেছেন একটি উইকেট।

১৪০ রানের জবাবে শুরুটা রয়ে সয়েই করেছেন দুই তরুণ ওপেনার যশস্বী জসওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড়। পাওয়ারপ্লেতে কোন উইকেট না হারিয়েই ৪৫ রান সংগ্রহ করে এই দুইজন। এরপরই আয়ারল্যান্ডের ত্রাতা হয়ে আসেন উইল ইয়াং। সপ্তম ওভারের দ্বিতীয় বলে জসওয়ালকে ফেরান তিনি; পরের বলে ইনফর্ম তিলক ভার্মাকে করেন সরাসরি বোল্ড।

সেই ওভারের শেষ বলার করার আগেই বৃষ্টি নামলে ড্রেসিংরুমে চলে যেতে হয় দুইদলকে। শেষপর্যন্ত আর মাঠে নামতে না পারায় কাগজ-কলমের হিসেবে ভারতকে জয়ী ঘোষণা করা হয়; তবে অভিষিক্ত রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখতে না পারায় কিছুটা হলেও অসন্তোষ রয়েই গিয়েছে ভক্ত-সমর্থকদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link