ভারতের ‘অপেক্ষমান’ বেঞ্চ একাদশ

সাদা ও রঙিন পোশাকের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা দল তৈরির পরও কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারের সুযোগ হয়নি কোনো দলেই। তাঁরা বাড়ি বসে আছেন। ভারতের পাইপলাইন এতই শক্তিশালি যে সেই বাদ পড়া ক্রিকেটারদের নিয়েও তৈরি করা যায় আরেকটি একাদশ।

বিরাট কোহলি, রোহিত শর্মারা ইংল্যান্ড পৌছেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। স্বাভাবিকভাবেই পুরো শক্তির দলই ইংল্যান্ড গিয়েছে বিরাটের নেতৃত্বে।

ওদিকে শ্রীলঙ্কার বিপক্ষে রঙিন পোশাকের ক্রিকেটের জন্যেও দল ঘোষণা করেছে ভারত। দেশটি আবারো তাঁদের বেঞ্চের শক্তির প্রমাণ দিল। শিখর ধাওয়ানের নেতৃত্বে একটি তরুণ তবে শক্তিশালি দল যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে। সেই দলে ভারতের নিয়মিত তরুণ কিছু ক্রিকেটার আছেন। আবার যারা একটা সুযোগের অপেক্ষায় ছিলেন তাঁদের মত ক্রিকেটাররাও আছেন।

সাদা ও রঙিন পোশাকের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা দল তৈরির পরও কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারের সুযোগ হয়নি কোনো দলেই। তাঁরা বাড়ি বসে আছেন। ভারতের পাইপলাইন এতই শক্তিশালি যে সেই বাদ পড়া ক্রিকেটারদের নিয়েও তৈরি করা যায় আরেকটি একাদশ। সেই চেষ্টাই করেছে খেলা ৭১।

  • শ্রেয়াস আইয়ার (অধিনায়ক)

ভারতের হয়ে ইতিমধ্যে ২২ টি ওয়ানডে ও ২৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন এই ব্যাটসম্যান। তরুণদের মধ্যে বেশ সফল তিনি। তবে ইনজুরির কারণে খেলতে পারেননি এবারের আইপিএল। ২২ ওয়ানডে ম্যাচে ৪২.৭৮ গড়ে করেছেন ৮১৩ রান। ২৯ টি-টোয়েন্টি ম্যাচেও আছে ৫০০ এর বেশি রান। এখনো সেরে ওঠেননি বলেই কোনো ফরম্যাটে জায়গা হয়নি। দ্রুতই হয়তো আবার জাতীয় দলে ফিরবেন এই ব্যাটার।

  • রাহুল ত্রিপাঠি

টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কার্যকরী ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি। এইবছর তিনি আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দল ভালো না করলেও ব্যাট হাতে একেবারে মন্দ ছিলেন না রাহুল। সবমিলিয়ে ৯৩ টি-টোয়েন্টি ম্যাচে প্রায় ২০০০ রান করেছেন এই ব্যাটসম্যান। ফলে ভারতের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

  • রিয়ান পরাগ

ভারতের অনুর্ধব-১৯ দল থেকে উঠে এসেছেন এই ক্রিকেটার। এবারের আইপিএলে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। টপ অর্ডার এই ব্যাটসম্যানের বোলিং ও যথেষ্ট কার্যকর। এখন অবধি ৪৮ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৮৯৫ রান। বল হাতেও নিয়েছেন ১৭ উইকেট। তাই দলের তিন নম্বর পজিশনের দায়িত্ব পরাগের কাঁধেই।

  • দীনেশ কার্তিক (উইকেটরক্ষক)

এই একাদশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিক। আমাদের একাদশের অধিনায়কও তিনি। এই উইকেট কিপার ব্যাটসম্যান ভারতের হয়ে ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে ও ৩২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে প্রায় ১০ হাজার রান। ভারতের জাতীয় দলেও প্রায়ই তাঁর সার্ভিসের প্রয়োজন হয়।

  • বিজয় শঙ্কর

আমাদের একাদশে পাঁচ নম্বর পজিশনে আছেন বিজয় শঙ্কর। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই ভারতের হয়ে অভিষিক্ত হয়েছেন এই ক্রিকেটার। বল হাতেও যথেষ্ট পারদর্শী ডান হাতি এই পেসার। এছাড়া ব্যাটিং এ তাঁর স্ট্রাইকরেট বেশ প্রশংসনীয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে তাঁর স্ট্রাইকরেট প্রায় ১৪০। এছাড়া বল হাতেও নিয়মিত উইকেট নিয়েছেন তিনি।

  • শিভাম দুবে

এই পেস বোলিং অলরাউন্ডারও ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন। দ্রুত রান তুলতে পারদর্শী এই ব্যাটসম্যান। এছাড়া বোলিং দিয়েও দলে ভূমিকা রাখতে পারেন। সবমিলিয়ে তিনি খেলেছেন ৬১ টি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে তাঁর ঝুলিতে আছে ৮৩৪ রান ও ৩২ উইকেট।

  • রাহুল তেওয়াতিয়া

সাত নম্বরে দ্রুত কিছু রান তুলে দেয়ার জন্য আমাদের একাদশে আছেন রাহুল তেওয়াতিয়া। বাঁহাতি এই ব্যাটসম্যান ৭৫ টি-টোয়েন্টি ম্যাচে প্রায় ১৫০ স্ট্রাইকরেটে করেছেন ১০৫১ রান। এছাড়া বল হাতেও এই লেগ স্পিনারের ঝুলিতে আছে ৪৪ উইকেট।

  • হার্শাল প্যাটেল

ডান হাতি এই পেস বোলার ভারতের এ দলের হয়েও খেলেছেন। এবছর তিনি আইপিএল খেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৪ ম্যাচে তিনি নিয়েছেন ২২৬ উইকেট। শেষদিকে ব্যাট হাতেও কিছু রান যোগ করতে পারেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইকরেট ১৫০ এর বেশি।

  • রবি বিষ্ণয়

অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে এসেছেন এই লেগ স্পিনার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের হাতের মুঠোয় থাকা ম্যাচ যে অন্তিম মুহূর্ত পর্যন্ত গড়িয়েছে সেজন্য কৃতিত্ব দিতে হবে এই রবি বিষ্ণয়কেই। এইবছর আইপিএল খেলেছেন পাঞ্জাবের হয়ে। সবমিলিয়ে তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছন মোট ৩১ টি। সেখানে তাঁর উইকেট সংখ্যা ৩৩ টি।

  • জয়দেব উনাদকাত

ভারতের হয়ে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই পেসার। সম্প্রতি রঞ্জি ট্রফিতেও দারুণ পারফর্ম করেছেন তিনি। তবুও ভারত দলে জায়গা হয়নি তাঁর। এবছর আইপিএলও খেলেছেন রাজস্থান রয়্যালের হয়ে। ভারতের হয়ে ১০ টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৪ টি।

  • আবেশ খান

ডান হাতি এই পেসার ভারত এ দলের হয়েও খেলেছেন। এবার আইপিএলে তিনি মাঠে নেমেছিলেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেট ও ঘরোইয়া টি-টোয়েন্টি দুটোতেই বেশ সফল এই পেসার। ৩৫ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৪৬ উইকেট। আবার ২৬ প্রথম শ্রেণির ম্যাচে আছে ১০০ উইকেট।

  • দ্বাদশ ব্যক্তি: সিদ্ধার্থ কৌল

সর্বশেষ বিজয় হাজারে ট্রফিতে ১৪ উইকেট নিয়েছেন পাঁচ ম্যাচে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সমান সংখ্যক উইকেট নেন ছয় ম্যাচে। ভারতের হয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ডান হাতি এই ফাস্ট বোলার। সর্বশেষ আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...