Social Media

Light
Dark

হাফ সেঞ্চুরির অনন্ত অপেক্ষা

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হয়ে উঠেছে টি-টোয়েন্টি ক্রিকেট। আকর্ষনীয় এই ফরম্যাট ক্রিকেটারদের জন্যেও বেশ চ্যালেঞ্জিং। এই ফরম্যাটে সাফল্যা পেতে হলে আপনাকে নতুন কোনো স্কিল নিয়ে আসতে হবে। ফলে বিচিত্র সব শট এবং বলের নানা কারুকাজ দেখা যায় এই ফরম্যাটে। ফলে দর্শকদের জন্য বেশ আকর্ষনীয় হয়ে উঠেছে এই ফরম্যাট।

অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ক্রিকেটারের দলে কী দায়িত্ব সেটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে শুধু বেশি রান করাটাই জরুরি না, দ্রুত রান করাটাও জরুরি। ফলে দলের প্রয়োজনে অনেক সময়ই টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ইনিংস খেলা যায় না। বিশ্বে এমন কয়েকজন পরিচিত ব্যাটসম্যান আছেন যারা এই ফরম্যাটে এখনো হাফ সেঞ্চুরির দেখাও পাননি। তবুও তাঁরা বিশ্বের সফল ক্রিকেটারদের একজন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো হাফ সেঞ্চুরি খুঁজতে থাকা ব্যাটারদের নিয়েই এই তালিকা।

  • হার্ডিক পান্ডিয়া (ভারত)

ভারতের ক্রিকেটে বর্তমান প্রজন্মের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন হার্ডিক পান্ডেয়া। নিয়মিত টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি।

শেষ দিকে ব্যাট করতে এসে দ্রুত কিছু রান করে দেয়াই তাঁর দায়িত্ব। সেই দায়িত্ব পালন করছেন সফল ভাবেই। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ব্যাটিং স্ট্রাইকরেট ১৪৭.৬৬। তবে ব্যাট হাতে এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ৪২ রান।

  • আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)

টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম বড় তারকা ক্যারিবীয় এই অলরাউন্ডার। বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন এই ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর ঝুলিতে দুইটি সেঞ্চুরিও আছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে এখনো হাফ সেঞ্চুরির দেখা পাননি এই ক্রিকেটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ব্যাটিং স্ট্রাইকরেট ১৫১.২৬। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁর সর্বোচ্চ স্কোর ৪৭। দলের প্রয়োজনে শেষ দিকে এসে দ্রুত রান যোগ করায় তাঁর ব্যাটিং গড়ও বেশ কম। তবুও দলে নিজের দায়িত্ব পালন করে এই ফরম্যাটের সফলতম  ক্রিকেটারদের একজন রাসেল।

  • বেন স্টোকস (ইংল্যান্ড)

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে একটি বিশ্বকাপও জিতেছেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটেও একই রকম কার্যকর তিনি।

এখন অবধি ইংল্যান্ডের হয়ে ৩৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে তাঁর ঝুলিতেও এই ফরম্যাটে নেই কোনো হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৪৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন তিনি।

  • দীনেশ কার্তিক (ভারত)

ভারতের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ সফল। ভারতের হয়েও তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। ভারতের সেরা ফিনিশারদের একজন দীনেশ কার্তিক।

ভারতের হয়ে ৩২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে ১৪৩.৫২ স্ট্রাইকরেটে করেছেন ৩৯৯ রান। তবে তাঁর ঝুলিতেও এই ফরম্যাটে কোনো হাফ সেঞ্চুরি নেই। সর্বোচ্চ ৪৮ রানের এক ইনিংস খেলেছিলেন কার্তিক।

  • ক্রিস লিন (অস্ট্রেলিয়া)

এই তালিকার একমাত্র ব্যাটসম্যান যিনি টপ অর্ডার ব্যাটসম্যান। উপরের চার জনই শেষ দিকে এসে দ্রুত রান তুলে নিজেদের দায়িত্ব পালন করেন। তবে ক্রিস লিন নিয়মিত টপ অর্ডারে ব্যাট করেও এখনো হাফ সেঞ্চুরির দেখা পাননি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৮ টি ম্যাচ খেলে ফেললেও এখনো এই মাইলফলক স্পর্শ করতে পারেননি লিন। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ৪৪। এখন অবধি ১৩১.৬৭ স্ট্রাইকরেটে ২৯১ রান করেছেন তিনি।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link