অফ ফর্মে থাকা অধিনায়কের নাম থাকলেও, নাম নেই শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় থাকা স্পিনারের। বলছি অধিনায়ক রোহিত শর্মা এবং বরুণ চক্রবর্তীর কথা। এই অঙ্ক যেমন জটিল ঠিক তেমনই রহস্যের।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) যেন রীতিমত বিদ্রুপই করে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার এবং সমর্থকদের সাথে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যেসব ক্রিকেটার করছেন দুর্দান্ত পারফর্ম্যান্স তাঁদের অনেকেরই জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। আবার টুর্নামেন্টে যাদের পারফর্ম্যান্স ছিল মলিন, তাঁদের নামই জ্বলজ্বল করছে সেই তালিকায়।
এবারের আসরে আহামরি কোনো পারফর্ম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। বলার মত শুধু একটা শতকই হাকিয়েছেন চেন্নাই সুপার কিংসের সাথে। তবে সেই ম্যাচে পরাজয়ের স্বাদই পেতে হয়েছিল রোহিতদের। অবাক করা বিষয় তিনি জাতীয় দলে অধিনায়কত্বের দায়িত্ব পেলেও আইপিএলে বঞ্চিত হয়েছেন সেই গুরু দায়িত্ব থেকে।
তাঁর পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে দেয়া হয়েছে সেই দায়িত্ব। তবে হাস্যকর বিষয় আইপিএলে হার্দিকের পারফর্ম্যান্স বেশ নির্জীব থাকা স্বত্বেও তাঁকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের রোহিতের সহযোগী করে হয়েছে।
ভারতের ক্রিকেট আর আইপিএলের মশকরাতে আশা যাক। বরুণ চক্রবর্তীর এবারের আইপিএলে পারফর্ম্যান্সের দিকে তাকালে তাঁকে যে কেউই দলে ভেড়াতে চাইবে। এবারের আইপিলে তিনি আছেন সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায়।
তবে তাঁর জায়গা হয়নি ভারতের বিশ্বকাপ স্কোয়াডে। তাঁর নাম নেই রিজার্ভের তালিকাতেও। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রোহিতের উইকেট নিয়ে যেন সেই প্রতিবাদই করলেন কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনার। সেই ম্যাচে ১৭ রান খরচ করে শিকার করেছেন ২ টি উইকেট।
১৭ বছর যাবত ভারতের ক্রিকেটে আইপিএল চলমান। আর ভারত ১১ বছর যাবত পায়নি কোনো আন্তর্জাতিক শিরোপা স্বাদ। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে চারবার, ইংল্যান্ড জিতেছে দুইবার, এমনকি ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডও একবার করে আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেয়েছে। অর্থাৎ এই সময়ে ভারত শুধু বাণিজ্যিক ক্রিকেটেই খেলে গিয়েছে। নিঃসন্দেহে ভারত ক্রিকেট প্রতিভার আস্তানা। তবে কেনো বিসিসিআইয়ের এমন আচরণ?
অনেকেই ভাবছেন ভারত আগামী কয়েক দশক বিশ্বক্রিকেটে রাজত্ব করবে। তবে সত্য এই যে, ভারত এখনই বিশ্বক্রিকেটের অর্থনীতিতে তাঁদের নিজস্ব শক্তির পরিচয় দিয়ে যাচ্ছে। তবে কি আগামীতে বিশ্ব ক্রিকেটের ট্রফিগুলোতেও তাঁরা তাঁদের রাজত্ব শুরু করবে? বরুণ এবং রোহিতের অবস্থাই সব বলে দেয়। এ এক জটিল বিষয়।