অ্যাশেজ, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরনো দ্বৈরথ। ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত সিরিজও এই অ্যাশেজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রতি দুবছরে মুখোমুখি হয় লাল বলের এই ক্রিকেট লড়াইয়ে। টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ন মঞ্চ বললেও ভুল হবেনা এটিকে। কেননা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য বিশাল এক স্বপ্ন এই অ্যাশেজ।
তবে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাশেজে ভারতীয় কয়েকজন ক্রিকেটারও খেলেছেন। হয়তো তাঁদের পরিবার অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে পাড়ি জমানোয় সে দেশের হয়ে খেলতে হয়েছে তাঁদের। আসলে ঠিক আক্ষরিক অর্থে ভারতীয় নন, ভারতীয় বংশদ্ভুত। ভারতীয় যে ক্রিকেটাররা অ্যাশেজ খেলেছেন তাঁদের নিয়েই এই তালিকা।
- নাসির হুসেইন (ইংল্যান্ড)
ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্বও করেছেন নাসির হুসেইন। তবে ইংল্যান্ডের জনপ্রিয় এই ব্যাটসম্যানের জন্ম আসলে ভারতে। ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করলেও পরে পাড়ি জমান ইংল্যান্ডে। পরে ইংল্যান্ডের হয়ে খেলেন আন্তর্জাতিক ক্রিকেট। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ২৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান। সেখানে ৩৮.৫৬ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৫৮১ রান।
- মন্টি পানেসার (ইংল্যান্ড)
মন্টি পানেসারও আরেকজন ভারতীয় যিনি পরবর্তীকালে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন। ইংল্যান্ডের হয়ে অ্যাশেজেও প্রতিনিধিত্ব করেছেন এই বাঁহাতি স্পিনার। ওদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ৬ টি টেস্ট খেলেছিলেন এই স্পিনার। সেখানে নিয়েছেন মোট ১৪ টি উইকেট। এছাড়া অজিদের বিপক্ষে ৯২ রানে ৫ উইকেট নেয়ার কীর্তিও আছে তাঁর।
- রবি বোপারা (ইংল্যান্ড)
ইংল্যান্ডের জনপ্রিয় এই অলরাউন্ডার ছিলেন আসলে ভারতীয় বংশোদ্ভূত। যদিও তাঁর জন্য ইংল্যান্ডের লন্ডনেই। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। যদিও ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটটা খুব বেশি লম্বা হয়নি তাঁর। মাত্র ১৩ টেস্ট ম্যাচে ক্যারিয়ারে ৪ টিই খেলেছেন অজিদের বিপক্ষে। সেখানে ব্যাট হাতে করেছেন মাত্র ১০৫ রান। এছাড়া বল হাতেও ছিলেন উইকেট শূন্য।
- মার্ক রামপ্রকাশ (ইংল্যান্ড)
অনন্য প্রতিভাবান এক ব্যাটসম্যান ছিলেন মার্ক রামপ্রকাশ। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার লম্বা সময় ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ইংল্যান্ডের হয়ে মোট ৫২ টি টেস্ট খেলেছেন এই ব্যাটসম্যান। এছাড়া অস্ট্রেলিয়া বিপক্ষে খেলেছেন মোট ১২ টেস্ট ম্যাচ। সেখানে ৪২.৬১ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৯৩৩ রান। অজিদের বিপক্ষে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি করার রেকর্ড আছে এই ব্যাটসম্যানের।
- স্টুয়ার্ট ক্লার্ক (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন স্টুয়ার্ট ক্লার্ক। অজি এই পেসারের বাবা জন্মগ্রহণ করেছিলেন আদৌতে চেন্নাইয়ে। ২৪ টেস্ট ম্যাচে অজিদের হয়ে তাঁর ঝুলিতে আছে ৯৪ উইকেট। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৭ টি ম্যাচ। সেখানে তাঁর ঝুলিতে আছে মোট ৩০ উইকেট।
- রবার্ট উলমার (ইংল্যান্ড)
বব উলমার জন্মগ্রহণ করেছিলেন ভারতের কানপুরে। পরে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে এবং ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেন তিনি। এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ১০ টি টেস্ট ম্যাচ খেলেন। সেখানে তাঁর ব্যাট থেকে আসে ৬৬৩ রান। এবং বল হাতেও নিয়েছিলেন তিন উইকেট। যদিও, ক্রিকেটার হিসেবে যতটা না, তার চেয়েও বেশি তিনি বিখ্যাত ছিলেন কোচ হিসেবে।
- লিসা স্থালেকার (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়া নারী দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন লিসা। অস্ট্রেলিয়ার সাবেক এই নারী ক্রিকেটার জন্মগ্রহণ করেছিলেন ভারতের পুনেতে। অস্ট্রেলিয়া নারী দলের হয়ে মোট ৮ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। নারী অ্যাশেজেও অজিদের হয়ে খেলেছেন লিসা। ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টই খেলেছেন তিনি।