কপাল খুলছে না তাঁদের

মহারণের অপেক্ষার অবসান হতে চলেছে। পর্দা উঠছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের। নিউজিল্যান্ডের একাদশ প্রায় নিশ্চিত হলেও ভারতের একাদশে শেষ মূহুর্তে দুই একটি চমক দেখা যাবে কিনা সেটা নিয়ে আলোচনার শেষ নেই ক্রিকেট ভক্তদের মাঝে। পাঁচজন ক্রিকেটার এমন আছেন যাদের কেউ কেউ স্কোয়াডে সুযোগ পেলেও একাদশে সুযোগ পাবার কোনো সম্ভাবনা খুবই কম। এদের মধ্যে অনেকেই ১৫ সদস্যর সংক্ষিপ্ত স্কোয়াডে নিজের নাম খুজে পাননি।

  • ঋদ্ধিমান সাহা

রিশভ পান্ত একাদশে থাকায় দলে সুযোগ পাবার কোনো সম্ভাবনাই নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা বেঞ্চে বসেই উপভোগ করতে হবে এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে ঋদ্ধিমান সাহাকে সুযোগ দেওয়া হলেও মাত্র ১৩ রান করায় আর সুযোগ পাননি তিনি।

২০১৮ এর পর ৭ টেস্টে সুযোগ পেয়ে ১৩.৫৭ গড়ে রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর মাত্র ২৪! এছাড়া স্কোয়াডে অন্ধ্রপ্রদেশের কেএস ভরতকেও রাখা হয়েছে। ঋষাভ পান্ত যদি শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন এই দুইজনের একজন। এছাড়া উইকেটের পিছনে পান্তকেই দেখা যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

  • অক্ষর প্যাটেল

অভিষেক সিরিজে দূর্দান্ত পারফরম্যান্সের পরেও বাদ পড়ছেন স্পিনার অক্ষর প্যাটেল। এই বাঁ-হাতি স্পিনার নিশ্চিত ভাবেই বেঞ্চে বসেই দেখবেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ১৫ সদস্যর স্কোয়াডে জায়গা হয়নি অভিষেক সিরিজে দূর্দান্ত পারফরম্যান্স করা অক্ষরের।

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে ৩ টেস্টে মাত্র ১০.৫৯ গড়ে ২৭ উইকেট শিকার করেন তিনি। রবীন্দ্র জাদেজার ইনজুরিতে সুযোগ পেয়ে ইংল্যান্ড শিবির ধসিয়ে দিয়েছিলেন তিনি। তবে অভিজ্ঞ জাদেজা চোট কাটিয়ে ফিরায় বেঞ্চে থাকতে হবে অক্ষর প্যাটেলকে।

  • ওয়াশিংটন সুন্দর

অক্ষর প্যাটেলের মতো ভাগ্য হয়েছে আরেক অফ স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের। অস্ট্রেলিয়ার মাটিতে ব্রিসবেন টেস্ট অভিষিক্ত হওয়া সুন্দর বেশ দূর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন। প্রথম ইনিংসে ৬২ আর দ্বিতীয় ইনিংসে ২২ এর সাথে ম্যাচে চার উইকেট শিকার করেছিলেন সুন্দর।

তবে, ২১ বছর বয়সী এই তরুন অলরাউন্ডারকে মাঠের বাইরে বসেই দেখতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। রবিচন্দন অশ্বিন ফিট থাকায় তিনিই একাদশে থাকবেন। একজন অফ স্পিনার যেহেতু দলে খেলবেন সে হিসেবে স্কোয়াডে সুযোগ পাননি সুন্দর।

  • লোকেশ রাহুল

সবশেষ ২০১৮ সালে ভারতের ইংল্যান্ড সফরে দূর্দান্ত সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। কেনিংটন ওভালে ১৪৯ রানের ইনিংস খেলেন তিনি। অবশ্য এরপরই তিনি ফর্ম হারিয়েছেন। পরের সাত টেস্টে মাত্র ১৭.৭২ গড়ে রান করেছেন তিনি! যার মধ্যে সর্বোচ্চ স্কোর ৪৪ রান। রোহিত শর্মা দলে থাকায় ওপেনিংয়ে জায়গা করে নিতে পারছেন না রাহুল।

অবশ্য, শুভমান গিলের কাছে জায়গা হারিয়েছেন মায়াঙ্ক আগারওয়ালও। কোনো ইনজুরি হলে রাহুলকে হয়তো মিডল অর্ডারে দেখা যেতে পারে এমন ভাবনা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হলো না তার। এছাড়াও পরের ইংল্যান্ড সিরিজে তার বেঞ্চে কাটানোর সম্ভাবনাই বেশি।

  • উমেশ যাদব

এক দশক আগে টেস্টে অভিষেক হলেও এখন পর্যন্ত মোটে খেলেছেন ৪৮টি ম্যাচ৷ দেশের বাইরের উইকেট গুলোতে বেশ কার্যকর হলেও তাকে বেশিরভাগই সুযোগ দেওয়া হয়েছে হোম সিরিজে। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিনি বেশ রিদমেই ছিলেন। তার বল খেলতে বেশ অসুবিধেই হচ্ছিলো অজিদের। কিন্তু সিরিজের মাঝপথেই ইনজুরিতে পড়ে ছিটকে যান উমেশ।

তাঁর যায়গায় সুযোগ পেয়ে সবার নজর কাড়েন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। যার ফলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিযে আহমেদাবাদ টেস্টেও উমেশকে না নিয়ে সুযোগ দেওয়া হয় সিরাজকে। তবে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা ফিট থাকায় দলে থাকার সম্ভাবনা নেই সিরাজ কিংবা উমেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link