উইকেটের পেছনে দাঁড়াবেন কে? – এই প্রশ্নের যেন কোনো উত্তরই খুঁজে পাচ্ছে না ভারত। এবার যেমন তাঁরা বসিয়ে রেখেছে ধ্রুব জুরেলকে। এখানে ব্যাটিংটা কোনো ইস্যু নয়, কারণ তিন টেস্টে ধ্রুবের ব্যাটিং গড় ৬৩.৩৩!
একই সাথে সরফরাজ আহমেদও বাদ পড়েছেন। বাদ পড়ার কারণ, দলে জায়গা দেওয়া হয়েছে ঋষাভ পান্ত ও লোকেশ রাহুলকে। তাঁরা দু’জনই উইকেটের পেছনে দাঁড়ানোর সক্ষমতা রাখেন।
একই অভিজ্ঞতা এর আগে হয়েছিল করুণ নায়ারের। ট্রিপল সেঞ্চুরি করার পরের ম্যাচেই বাদ পড়েন। কারণ, একাদশে সুযোগ দিতে হবে অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানেকে। তিনিও লম্বা ইনজুরির কারণে বাইরে ছিলেন।
এসব করতে গিয়ে ভারতের উইকেটক্ষকের পদটা এখন একটা মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। কিভাবে? একটু ভেঙে বলা যাক এবার।
বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ার ১১৩ টি ম্যাচ লম্বা। এই সময়ে তিনি খেলেছেন মোটে নয় জন উইকেটরক্ষকের সাথে। অন্যদিকে, যশস্বী জয়সওয়াল কেবল নিজের দশম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন। তিনি এরই মধ্যে পাঁচজন ভিন্ন উইকেটরক্ষকের সাথে খেলে ফেলেছেন।
তাঁরা হলেন – শ্রীকর ভারত, ঈশান কিষাণ, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল ও ঋষাভ পান্ত। অন্যদিকে, বিরাট কোহলি এই জয়সওয়ালের চেয়ে ১১ বছর বেশি অভিজ্ঞ। তিনি বাড়তি কেবল পাঁচজন উইকেটরক্ষকের সাথে খেলেছেন। সেই নামগুলো হল – মহেন্দ্র সিং ধোনি, ঋদ্ধিমান সাহা, দীনেশ কার্তিক, নামান ওঁঝা ও পার্থিব প্যাটেল।
মানে মাত্র শেষ দুই বছরেই মোট পাঁচজন ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন। একে মিউজিক্যাল চেয়ার না বলে উপায়ও নেই। ভারত পরীক্ষা-নিরীক্ষা কি একটু বেশিই করে ফেলছে না?