ভারতের ক্রিকেটে ‘বুড়ো’ অধিনায়কদের দাপট!

ওয়ানডে ফরম্যাটে ভারত একাধিক অধিনায়ক পেয়েছেন যারা ভারতীয় ইতিহাসে তো বটেই, ক্রিকেট ইতিহাসেই অন্যতম সেরা নেতা। কপিল দেব থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, এরপর মহেন্দ্র সিং ধোনি – ভারতকে নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে। তবে সেরা অধিনায়ক নন, সবচেয়ে বেশি বয়স পর্যন্ত অধিনায়ক ছিলেন তাঁদের নিয়েই এই বিশেষ আয়োজন।

  • রোহিত শর্মা (৩৭ বছর ১৯৭ দিন)

২০১৭ সালে প্রথম জাতীয় দলে অধিনায়কত্ব করেছিলেন রোহিত শর্মা; ২০২১ সালে এসে নিয়মিত অধিনায়কের দায়িত্ব পান। এরপর থেকে সফলতার সাথেই নিজের কাজ করে যাচ্ছেন তিনি, ২০২৩ বিশ্বকাপে শিরোপা না জিতলেও অপরাজিত ছিল ফাইনালের আগ পর্যন্ত। সবশেষ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে বয়োজ্যেষ্ঠ অধিনায়কের রেকর্ড নিজের করে নিয়েছেন এই ওপেনার।

  • মহেন্দ্র সিং ধোনি (৩৭ বছর ৮০ দিন)

ভারতীয় ইতিহাসে সর্বজয়ী কাপ্তান মহেন্দ্র সিং ধোনি ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর থেকে সবচেয়ে বেশি বয়সী অধিনায়কের আসন তাঁর দখলেই ছিল। যদিও ধোনির বাকিসব রেকর্ডের তুলনায় এটা নগণ্য বটে। আইসিসির সাদা বলের সব টুর্নামেন্ট জেতার বিরল কীর্তি গড়েছেন তিনি।

  • শিখর ধাওয়ান (৩৬ বছর ৩৬০ দিন)

কখনো নিয়মিত অধিনায়ক না হলেও বিভিন্ন পরিস্থিতিতে টস করতে নেমেছিলেন শিখর ধাওয়ান। সেই সুবাদে আলোচিত তালিকার তিন নম্বরে উঠে এসেছেন তিনি।

  • মোহাম্মদ আজহারউদ্দীন (৩৬ বছর ১২৪ দিন)

মহেন্দ্র সিং ধোনির কাছে বয়োজ্যেষ্ঠ অধিনায়কের রেকর্ড হাতছাড়া করার আগে ১৯ বছর ধরে দখলে রেখেছিলেন মোহাম্মদ আজহারউদ্দীন। ১৯৯৯ বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি; তাঁর সময়ে ভারত বড় কোন সাফল্য না পেলেও নিজের প্রজন্মের অন্যতম ‘ইম্প্যাক্টফুল’ ক্রিকেটার ছিলেন এই কিংবদন্তি।

  • সুনীল গাভাস্কার (৩৫ বছর ২৪৩ দিন)

ব্যাটার হিসেবে যত খ্যাতি পেয়েছেন অধিনায়ক হিসেবে তার সিঁকিভাগও জোটেনি সুনীল গাভাস্কারের কপালে। যদিও বেশি বয়সী অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় ঠিকই জায়গা করে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link