জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে জানুয়ারিতেই এই সংস্করণে সবশেষ সিরিজ খেলতে হচ্ছে ভারতকে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজই হচ্ছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপে শেষ প্রস্তুতি। আর এতেই দল গঠনের প্রক্রিয়ায় ধোঁয়াশায় আছে ভারত।
১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন বিরাট ও রোহিত। অতি নাটকীয় কিছু না হলে, এ দুই ক্রিকেটার বিশ্বকাপ দলে থাকছেন। তবে তাঁদের অন্তর্ভূক্তিতে, মূল সমস্যাটা হচ্ছে টিম কন্ডিশনে।
গেল বছরে ভারতের হয়ে ইনিংস শুরু করেছেন রুতুরাজ গায়কড়, শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। তবে রোহিতের আগমতে এ তিন ওপেনারের মধ্যে ২ জনকে ঠিকই জায়গা ছেড়ে দিতে হচ্ছে।
নাম্বার তিনেও রয়েছে বিভ্রান্তি। কয়েক মাস আগেই শোনা গিয়েছিল, বিরাট কোহলির উত্তরসূরী হিসেবে এই ফরম্যাটে নাম্বার তিনে খেলানো হবে ঈশান কিষাণকে। তবে সবশেষ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি তাঁকে। সব মিলিয়ে ভারতের হয়ে ক্রিকেট ক্যারিয়ারে অনিশ্চয়তায় পড়ে গিয়েছেন এ ক্রিকেটার।
ওয়ানডে বিশ্বকাপে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া৷ তাঁর জায়গা সুযোগ পেয়েই বাজিমাত করেছেন রিঙ্কু সিং। সময়োপযোগী ব্যাটিং থেকে শুরু করে পিঞ্চ হিটিং— সবকিছুরই ছাপ পাওয়া গিয়েছে রিঙ্কুর ব্যাটিংয়ে। সব মিলিয়ে পান্ডিয়া দলে ফিরলে রিঙ্কুকে কোথায় খেলানো হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
এ ছাড়া উইকেটের পিছনে কে দায়িত্ব পালন করবেন, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আফগানিস্তান সিরিজে রয়েছেন সাঞ্জু স্যামসন ও জীতেশ শর্মা। এ ছাড়া বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন লোকেশ রাহুলও।
এ দিকে আইপিএল দিয়ে ফিরছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার ঋশাভ পন্ত। ইনজুরিতে পড়ার আগে এ উইকেটরক্ষক ব্যাটার ভারতীয় দলে নিয়মিত মুখই ছিলেন। তবে তাঁকে নিয়ে আসন্ন বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টের আদৌ কোনো পরিকল্পনা আছে কিনা, তা নিয়ে এখন পর্যন্ত আশার বাণী শোনা যায়নি।
মূলত, বিশ্বকাপের আগে সবশেষ সিরিজে এসেও ভারত তাদের সেরা একাদশকে মাঠে নামাতে পারেনি। শুধু তাই নয়, সম্ভাব্য একাদশ গঠনের প্রক্রিয়াতে দল বেশ কয়েকটি জায়গা নিয়ে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব।
বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে এখন প্রভাবক হতে পারে আইপিএলের মঞ্চ। এখন দেখার পালা, বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে কারা শেষ পর্যন্ত নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেন।