‘আইপিএলের আবিস্কার’ থেকে ভারতের জার্সি

আইপিএলের ১৩ আসরের মধ্যে ১২ বার সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের কাছে। এক সময় এই পুরস্কার দেওয়া হত শুধু মাত্র অনূর্ধ্ব ১৯ দলের সদস্য ক্রিকেটারদেরকে। এখন এই নিয়মে কিছুটা পরিবর্তন হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সেরা উদীয়মান ক্রিকেটার পুরষ্কার পাওয়া যেকোনো তরুণ ক্রিকেটারের জন্য এক গর্বের বিষয়। এটি আগে পরিচিত ছিলো ‘রাইজিং স্টার অফ দ্য সিজন’ নামে। পরবর্তীতে আয়োজকরা এর নাম পরিবর্তন করে সেরা উদীয়মান ক্রিকেটার নাম করণ করেন। এখন পর্যন্ত আইপিএলের ১৩ টি আসর অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে মাত্র এক বার বিদেশি ক্রিকেটার আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। তিনি হলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

আইপিএলের ১৩ আসরের মধ্যে ১২ বার সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের কাছে। এক সময় এই পুরস্কার দেওয়া হত শুধু মাত্র অনূর্ধ্ব ১৯ দলের সদস্য ক্রিকেটারদেরকে। এখন এই নিয়মে কিছুটা পরিবর্তন হয়েছে।

আইপিএলের প্রথম আসরে সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন শ্রীবৎস গোস্বামী। সেরা উদীয়মান ক্রিকেটার হবার পরও তিনি জাতীয় দলে খেলতে পারেননি। আইপিএলে সেরা উদীয়মান ক্রিকেটার হবার পর যেসব ক্রিকেটার জাতীয় দলের হয়ে মাঠে নামতে পেরেছেন তাদেরকে নিয়েই খেলা ৭১ এর আজকের এই আয়োজন।

  • রোহিত শর্মা – ২০০৯

আইপিএলের প্রথম তিন আসর ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন রোহিত শর্মা। আইপিএলের দ্বিতীয় আসরে আইপিএল জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ২০০৯ সালে যখন তিনি আইপিএল খেলেন, তাঁর আগেই জাতীয় দলে অভিষেক হয়েছিলো রোহিত শর্মার। তখন তাঁর বয়স অনুর্দ্ধ ২৩ হবার কারণে উদীয়মান ক্রিকেটারের পুরষ্কার জিতেছিলেন তিনি।

ডেকান চার্জার্সের হয়ে খেলার সময়ে অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের সান্নিধ্য পান তিনি। সেখান থেকেই বেশ দূর্দান্ত পারফর্মার হয়ে উঠেন তিনি। রোহিত শর্মা বর্তমানে ভারতীয় জাতীয় দলের সহ অধিনায়ক। এছাড়াও আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক তিনি। অধিনায়ক হিসেবে আইপিএলে জিতেছেন পাঁচটি শিরোপা। বর্তমান বিশ্বে সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম তিনি।

  • অক্ষর প্যাটেল – ২০১৪

অক্ষর প্যাটেলের প্রথম আইপিএল দল ছিলো মুম্বাই ইন্ডিয়ানস। কিন্তু সেখানে পর্যাপ্ত সুযোগ না পাবার পর মুম্বাই থেকে পাঞ্জাব কিংসে পাড়ি জমান তিনি। এখানেই নিজের সেরা পারফর্ম দেখান তিনি।

২০১৪ সালের আইপিএলে নিজেকে প্রমাণ করেন অক্ষর প্যাটেল। এই বছরই বেশ দূর্দান্ত পারফর্ম করে জিতে নেন আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কার।

নিজের বামহাতি স্পিন দিয়ে পাঞ্জাবকে সেরা সাফল্য এনে দেন তিনি। আইপিএলের ২০১৪ মৌসুমের পর জাতীয় দলে সুযোগ পান অক্ষর প্যাটেল। সাম্প্রতিক সময়ে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় তাঁর। টেস্টেও বেশ দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এখন আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লীর হয়ে খেলেন অক্ষর প্যাটেল।

  • শ্রেয়াস আইয়ার – ২০১৫

শ্রেয়াস আইয়ার আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তিনি তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে দিল্লির হয়ে। নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করেন তিনি। প্রথম মৌসুমেই দিল্লির হয়ে ৪০০ এর উপরে রান করেন শ্রেয়াস আইয়ার। এখনো দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে যাচ্ছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই বারের আইপিএলে খেলতে পারবেন না তিনি। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কাধের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

শ্রেয়াস আইয়ার ২০১৪ সালে অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। ২০১৫ সালের আইপিএলেই নজর কাড়েন তিনি। এর দুই বছর পরেই জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। দেখা যাক বড় মঞ্চে কি রকম পারফর্ম করেন তিনি।

  • ঋষাভ পান্ত – ২০১৮

বর্তমানে ভারতের অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষাভ পান্ত। এক সময় তাঁর উইকেট কিপিং নিয়ে বেশ সমালোচনা হত এবং জাতীয় দলে সুবিধা করতে পারতেন না। কিন্তু দুর্দান্ত পারফর্ম করে সমালোচকদের সমুচিত জবাব দিয়েছেন তিনি।

২০১৮ সালের আইপিএলে নিজেকে বেশ ভালোভাবে পরিচয় করিয়ে দেন রিশভ পন্থ। যদিও ওই আসরে আইপিএল শিরোপা জিততে পারেনি তাঁর দল দিল্লী ক্যাপিটালস। এই আসরে তিনি শুধু ব্যাটিং নয়, উইকেট কিপিং দিয়েও বেশ দূর্দান্ত পারফর্ম করেছেন তিনি। আর এই দূর্দান্ত পারফর্মের ফল স্বরুপ সেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কার জিতে নেন তিনি। বর্তমানে আইপিএল দল দিল্লী ক্যাপিটালসের সবচেয়ে দামী ক্রিকেটার ঋষাভ পান্ত।

  • শুভমান গিল – ২০১৯

কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন শুভমান গিল। কলকাতার প্রথম শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলো আরেক উদীয়মান তারকা ইকবাল আব্দুলাহ। কিন্তু তিনি জাতীয় দলের হয়ে কখনো খেলতে পারেননি। এই দিক থেকে বেশ ভালো অবস্থানে আছেন শুভমান গিল। আইপিএলের সেরা ক্রিকেটার হবার পরই নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। এখন ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য শুভমান গিল।

এদের বাইরেও আরেকজন উদীয়মান ক্রিকেটার আছেন যিনি জাতীয় দলে খেলেছেন। তিনি হলেন সাঞ্জু স্যামসন। তিনি কখনো জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। তবে জাতীয় দলের হয়ে বিচ্ছিন্ন ভাবে কিছু ম্যাচ খেলেছেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...