দুশমন থেকে দোস্ত

২২ গজে অনাকাঙ্ক্ষিত কিংবা বিতর্কিত ঘটনায় ব্যক্তিগত সম্পর্কে চির ধরা এই দুই জোড়া পুনরায় এক হতে যাচ্ছেন আসন্ন আইপিএল দিয়ে। এতোদিন দুই মেরুতে অবস্থান করা পান্ডিয়া-হুডা কিংবা বাটলার-অশ্বিনরা ক'দিন বাদেই একই ড্রেসিং রুম শেয়ার করবেন। পুরোনো শত্রুতা ভুলে গিয়ে মাঠের ক্রিকেটে আবারও এক হয়ে লড়াই করবেন দলের জন্য। শত্রুতা বন্ধুত্বে রুপ নিতে এই নিলাম যেনো মুখ্য ভূমিকাই পালন করেছে!

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে চড়া মূল্যে বিক্রি হয়ে যেমন নজর কেড়েছেন অনেক ক্রিকেটার, তেমনি অনেক তারকা ক্রিকেটার অবিক্রীত হওয়ায় অবাক হয়েছেন অনেকেই। তবে এসবের বাইরে আলাদা নজর কেড়েছে দুই জুটি।

এর একটি হলো দীপক হুডা ও ক্রুনাল পান্ডিয়া এবং আরেক জুটি হলো জশ বাটলার ও রবিচন্দ্রন অশ্বিন। গেলো বছর বরোদার হয়ে খেলার সময় হুডা ও পান্ডিয়ার কথা কাটাকাটি, বিবাদের কথা কারো অজানা নয়। অপরদিকে, ২০১৯ আইপিএলে জশ বাটলারকে রান আউট করে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন অশ্বিন সেই রেশ ছিলো দীর্ঘসময়।

অবশ্য আইপিএলের ১৫তম আসরে সেসব বিবাদ ভুলে গিয়ে এই জুটি দের দেখা যাবে একই দলে! রাজস্থান রয়্যালস নিলামে আগেই রিটেইন করেছিলো ইংলিশ তারকা বাটলারকে। বিপরীতে আগের আসরে দিল্লী ক্যাপিটালসে খেলা অশ্বিনকে এবার ৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান। অপরদিকে, নতুন ফ্র‍্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস ৫.৭৫ কোটিতে হুডা ও ৮.২৫ কোটি রুপিতে দলে নিয়েছে ক্রুনাল পান্ডিয়াকে!

বছরখানেক আগেই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বরোদার অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার সাথে ঝামেলায় জড়ান দীপক হুডা। এমনকি এক পর্যায়ে টুর্নামেন্টের মাঝপথেই বায়োবাবল ছেড়ে বেরিয়ে যান হুডা। বরোদা ক্রিকেটকে লিখিত অভিযোগে জানিয়েছিলেন অধিনায়কের বাজে ব্যবহারে অপমানিত হয়েই ছেড়েছিলেন দল। বরোদা ছেড়ে পরবর্তীতে হুডা যোগ দিয়েছিলেন রাজস্থানে!

এরপর সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের জার্সি গায়ে অভিষিক্ত হন হুডা। দ্বিতীয় ওয়ানডেতে দলের গুরুত্বপূর্ণ সময়ে ২৫ বলে ২৯ রানের ইনিংস ছাড়াও বল হাতে শিকার করেন এক উইকেট। এবার সেই হুডাই জুটিবদ্ধ হবেন ক্রুনালের সাথে। লখনৌ দলের অধিনায়ক আবার হতে যাচ্ছেন ক্রুনালেরই ভাই হার্দিক পান্ডিয়া। না জানি নতুন আবার কোন কাণ্ড ঘটান সবাই মিলে।

এবার আগের এক আইপিএলের স্মৃতিচারণা করি। ২০১৯ সালের আসর চলছে। জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে তখন ক্রিজে ছিলেন রাজস্থান রয়্যালসের ওপেনার জশ বাটলার। অশ্বিনের এক ওভারে বাটলার ছিলেন তখন নন স্ট্রাইকে।

অশ্বিন বল ছাড়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় স্পিরিট অব দ্য গেমের বিরুদ্ধে গিয়ে বাটলারকে রান আউট করে সমালোচনার জন্ম দিয়েছিলেন অশ্বিন। এমনকি ম্যাচ শেষে ক্ষোভে বাটলার হাত মেলাননি অশ্বিনের সাথে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বহু ট্রল ও সমালোচনার শিকার হন ভারতের এই অফ স্পিনার। যদিও, মানকাডিং নামে পরিচিত এমন আউট ক্রিকেটের আইনে বৈধ।

সবশেষ করোনা ভাইরাসের হানায় যখন পুরো বিশ্ব বিপর্যস্ত নিজের টুইটার আইডিতে সেই রান আউটের ছবি পোস্ট করে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে বাটলারকে আবার খোঁচা দিয়েছিলেন অশ্বিন! এখন কি দু’জন মিলে মানকাডিং উদযাপন করবেন আগামী আইপিএলে? কে জানে!

২২ গজে অনাকাঙ্ক্ষিত কিংবা বিতর্কিত ঘটনায় ব্যক্তিগত সম্পর্কে চির ধরা এই দুই জোড়া পুনরায় এক হতে যাচ্ছেন আসন্ন আইপিএল দিয়ে। এতোদিন দুই মেরুতে অবস্থান করা পান্ডিয়া-হুডা কিংবা বাটলার-অশ্বিনরা ক’দিন বাদেই একই ড্রেসিং রুম শেয়ার করবেন। পুরোনো শত্রুতা ভুলে গিয়ে মাঠের ক্রিকেটে আবারও এক হয়ে লড়াই করবেন দলের জন্য। শত্রুতা বন্ধুত্বে রুপ নিতে এই নিলাম যেনো মুখ্য ভূমিকাই পালন করেছে!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...